ফরিদপুর শহরের চকবাজার নিউ মার্কেটের মধ্যে ছিনতাইকারী বলে ধাওয়া দিয়ে মো. রিফাত (২২) নামের এক যুবককে কুপিয়ে পালিয়ে গেছেন আরেক যুবক। অপরাধী কে তা বুঝে ওঠার আগেই মানুষের ভিড়ে এ ঘটনা ঘটে। পরে আহত রিফাতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় নিউ মার্কেটের দুই নম্বর গেট সংলগ্ন ফলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। আহত রিফাত জেলার সদর উপজেলার বায়তুল আমান এলাকার জয়নাল হোসেনের ছেলে। আহত ছেলেটি গাড়ির মিস্ত্রির কাজ করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে মার্কেটের জনাকীর্ণ গলির মধ্যে দিয়ে ‘ছিনতাইকারী ধর ধর’ বলে ধাওয়া দিলে উপস্থিত লোকজন গতিরোধ করে। এ সময় রিফাত পড়ে গেলে পিছন থেকে এক যুবক চাইনিজ কুড়াল সদৃশ দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তখন দুয়েকজন তাকে বাধা দিলে কুড়াল হাতে দ্রুত পালিয়ে যায়।

আহত রিফাত জানান, আজ সকালে ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে গেলে তার পিছু নেয় দুই যুবক। পরে নিউ মার্কেট ১ নম্বর গেট থেকে তাকে ধাওয়া দিলে মার্কেটের ভিতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কাপড়পট্টি থেকে ফলপট্টির দিকে দৌড়ে যাওয়ার সময় মানুষের বাধায় পড়ে গেলে পিছন থেকে তাকে কুপিয়ে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ করে। হামলাকারীর রনি তার পূর্বপরিচিত ও শহরের মুন্সিবাজার এলাকার বাসিন্দা বলেও জানায় সে। 

আহত রিফাতের মা রেখা খাতুন জানান, সোনালী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে সকালে তাকে বাসা থেকে পাঠানো হয়। দুপুরে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে মা আমাকে বাঁচাও। আমাকে মার্কেটের ভিতর কুপিয়েছে। দ্রুত আমাকে বাঁচাও। আমি এই ঘটনার বিচার চাই।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আসাদউজ্জামান জানান, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। আহত রিফাত ও হামলাকারীর নাম রনি বলে জানা গেছে। তবে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যুবকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা লেনদেন থাকতে পারে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ র ক ঘ ত আহত আহত র ফ ত

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীতে ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতন, ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে গলাচিপা থানার পুলিশ ইমরান বয়াতি (৪০) নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট-সংলগ্ন স্থানে ওই দুই কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে স্থানীয় মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বিরকে (১৪) ধরে নিয়ে যান। পরে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতি তাঁদের হাত-পা রশি দিয়ে বেঁধে রোদে বসিয়ে রেখে নির্যাতন করেন। পরবর্তী সময়ে তাঁদের হাতে ইলিশ মাছ দিয়ে স্বীকারোক্তি আদায়ের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে।

আরও পড়ুনপটুয়াখালীতে ইলিশ চুরির অভিযোগ তুলে দুই শিশুকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ৩০ সেপ্টেম্বর ২০২৫

পরে আবদুল্লাহর নানা শাহজাহান ওই দুজনকে ছাড়িয়ে আনতে গেলে তাঁর কাছে মাছ চুরির ক্ষতিপূরণের টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় অকথ্য ভাষায় গালাগাল করা হয় তাঁকে। টাকা দিতে না পারায় শাহজাহানের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পর আবদুল্লাহকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নির্যাতনের অভিযোগে শাহজাহান বাদী হয়ে গতকাল রাতে গলাচিপা থানায় মামলা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান প্রথম আলোকে বলেন, চরবিশ্বাস ইউনিয়নে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় আবদুল্লাহর নানা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় মাছ ব্যবসায়ী ইমরান বয়াতিকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ