নিউ মার্কেটে ভিড়ে ‘ছিনতাইকারী’ বলে কুপিয়ে পালালেন যুবক
Published: 30th, January 2025 GMT
ফরিদপুর শহরের চকবাজার নিউ মার্কেটের মধ্যে ছিনতাইকারী বলে ধাওয়া দিয়ে মো. রিফাত (২২) নামের এক যুবককে কুপিয়ে পালিয়ে গেছেন আরেক যুবক। অপরাধী কে তা বুঝে ওঠার আগেই মানুষের ভিড়ে এ ঘটনা ঘটে। পরে আহত রিফাতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিউ মার্কেটের দুই নম্বর গেট সংলগ্ন ফলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। আহত রিফাত জেলার সদর উপজেলার বায়তুল আমান এলাকার জয়নাল হোসেনের ছেলে। আহত ছেলেটি গাড়ির মিস্ত্রির কাজ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে মার্কেটের জনাকীর্ণ গলির মধ্যে দিয়ে ‘ছিনতাইকারী ধর ধর’ বলে ধাওয়া দিলে উপস্থিত লোকজন গতিরোধ করে। এ সময় রিফাত পড়ে গেলে পিছন থেকে এক যুবক চাইনিজ কুড়াল সদৃশ দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তখন দুয়েকজন তাকে বাধা দিলে কুড়াল হাতে দ্রুত পালিয়ে যায়।
আহত রিফাত জানান, আজ সকালে ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে গেলে তার পিছু নেয় দুই যুবক। পরে নিউ মার্কেট ১ নম্বর গেট থেকে তাকে ধাওয়া দিলে মার্কেটের ভিতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কাপড়পট্টি থেকে ফলপট্টির দিকে দৌড়ে যাওয়ার সময় মানুষের বাধায় পড়ে গেলে পিছন থেকে তাকে কুপিয়ে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ করে। হামলাকারীর রনি তার পূর্বপরিচিত ও শহরের মুন্সিবাজার এলাকার বাসিন্দা বলেও জানায় সে।
আহত রিফাতের মা রেখা খাতুন জানান, সোনালী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে সকালে তাকে বাসা থেকে পাঠানো হয়। দুপুরে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে মা আমাকে বাঁচাও। আমাকে মার্কেটের ভিতর কুপিয়েছে। দ্রুত আমাকে বাঁচাও। আমি এই ঘটনার বিচার চাই।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ র ক ঘ ত আহত আহত র ফ ত
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
বগুড়ায় অনলাইন জুয়া সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মো. রাসেল (২৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
নিহত রাসেল সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ার মো. আবু বক্করের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায় ওই কিশোর। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ওই কিশোর।
গুরুতর আহত অবস্থায় রাসেলের পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই এক কিশোরকে আমরা আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, রাসেল এবং সে দুজনেই অনলাইনে জুয়া খেলত। জুয়া খেলার টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।”
ওসি জানান, অভিযুক্তকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এনাম/এস