বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
Published: 31st, January 2025 GMT
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালকের সহকারির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের চালকের সহকারির নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, রনবাঘা বাসস্ট্যান্ডে মহসড়কে একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে বালুবাহী ট্রাকের। এর পরপরই বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছবাহী ট্রাকের চালকের সহকারি ঘটনাস্থলেই নিহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কেবিন কেটে চালকের সহকারির লাশ উদ্ধার করে। এছাড়াও দুই ট্রাকের চালক, একজন সহকারি ও অটো রিকশার দুইজন যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, দুর্ঘটনার কারনে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
ঢাকা/এনাম/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী