বনশ্রীতে শিশুকে পিটিয়ে হত্যা, মা গ্রেপ্তার
Published: 1st, February 2025 GMT
ঢাকার বনশ্রীতে আয়না নুর ইসলাম (৪) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গুলজার হোসেন স্বজনদের বরাত দিয়ে রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে তাসনিয়া টাকা চান নারায়ণগঞ্জ যাওয়ার জন্য। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুরকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকে শিশুটি। এ সময় পাঁচ মাসের ছেলে সন্তানকেও চর থাপ্পর মারেন। পরে স্বজনরা আয়নাকে শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ওই শিশুর বাবা আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় তাসনিয়া চৌধুরীকে আসামি করে মামলা করেন। পরে তাসনিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ
শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/লিটন/রাজীব