বেরোবিতে দিনাজপুর জেলা সমিতির নবীন বরণ
Published: 2nd, February 2025 GMT
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবাগত শিক্ষার্থীেদের বরণ করে নিয়েছে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ার দ্বিতীয় তলায় এই নবীন বরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহাগ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে দিনাজপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.
প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে পরামর্শ দেন। পড়াশোনার পাশাপাশি তাদেরকে ডিবেটিং, ক্লাব সাইন্স ক্লাব, শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।
দিনাজপুর জেলা সমিতির সভাপতি বলেন, ‘আমাদের দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি দিনাজপুরের শিক্ষার্থীদের যে কোনো সহায়তামূলক সাহায্য সহযোগিতা, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন দিকনির্দেশনামূলক সেমিনার প্রদানের মাধ্যমে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তেরি করা, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা ও জেলার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরা ইত্যাদির কাজ করছে এবং আগামীতেও করবে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের
টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।
বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।
আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগেসন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।