বেরোবিতে দিনাজপুর জেলা সমিতির নবীন বরণ
Published: 2nd, February 2025 GMT
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবাগত শিক্ষার্থীেদের বরণ করে নিয়েছে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ার দ্বিতীয় তলায় এই নবীন বরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহাগ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে দিনাজপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.
প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে পরামর্শ দেন। পড়াশোনার পাশাপাশি তাদেরকে ডিবেটিং, ক্লাব সাইন্স ক্লাব, শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।
দিনাজপুর জেলা সমিতির সভাপতি বলেন, ‘আমাদের দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি দিনাজপুরের শিক্ষার্থীদের যে কোনো সহায়তামূলক সাহায্য সহযোগিতা, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন দিকনির্দেশনামূলক সেমিনার প্রদানের মাধ্যমে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তেরি করা, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা ও জেলার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরা ইত্যাদির কাজ করছে এবং আগামীতেও করবে।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক