নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লিফলেট বিতরণ করায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া সহ দুজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ নামের নিজ গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন -নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাইদুল ইসলাম।

 বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটককৃত দুজন। এর ধারাবাহিকতায় জামান মিয়া ও তার অনুসারী সাইদুল ইসলাম নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন । পরে গতকাল ( সোমবার) এই সংক্রান্ত একটি ভিডিও 'বাংলাদেশ আওয়ামীলীগ'র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহুর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে। 
 
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে নারায়ণগঞ্জ টাইমস পরিবারের শুভেচ্ছা

ফতুল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  নারায়ণগঞ্জ টাইমস পরিবার। 

 ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ফতুল্লা প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করে নারায়ণগঞ্জ টাইমস পরিবার। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও সাহসী  সাংবাদিকতায় ফতুল্লা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ১৩ অক্টোবর সোমবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের ২০২৫-২৭ইং দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • ব্যবসায়ীর কাছে কিশোরগ্যাংয় লিডার রাকিবের চাঁদা দাবির অভিযোগ 
  • জামতলায় গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ধরে ছিনতাই
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
  • ২৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
  • ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো : মামুন মাহমুদ
  • নারায়ণগঞ্জের লুবনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার নামে মামলা
  • নারায়ণগঞ্জের এনসিপি নেত্রী লুবনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ‎কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারলে দেশের বাইরে অবস্থান তৈরি করতে পারবেন : ডিসি জাহিদুল
  • সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ফতুল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে নারায়ণগঞ্জ টাইমস পরিবারের শুভেচ্ছা