স্ত্রীকে নগ্ন হওয়ার নির্দেশ কি কানইয়ে অ্যালবামের প্রচার?
Published: 4th, February 2025 GMT
স্ত্রী মডেল বিয়াঙ্কা সেন্সরিকে নিয়ে এবাররে গ্র্যামির লাল গালিচায় হাজির হন মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্ট। রোববার রাতে এই তারকা দম্পতির যে ঘটনা ঘটিয়েছেন তাতে রীতিমতো অবক হওয়ারই মত। কারণ, পরনে ত্বকের রঙের ছোট পোশাক থাকলেও ক্যামেরায় বিয়াঙ্কার শরীর পুরোপুরি উন্মুক্ত বোঝা যাচ্ছিল। এমন বিতর্কিত কাণ্ড ঘটানোর জন্য নাকি স্ত্রী বিয়াঙ্কাকে নির্দেশ দেন কানইয়ে।
সিবিএস মর্নিং থেকে শেয়ার করা একটি ভিডিওযতে দেখা যায়, ক্যামেরার সামনে একটি কালো রঙের বিশাল বড় জ্যাকেট পরে আসেন বিয়াঙ্কা সেন্সরি। পাশে ছিলেন স্বামী কানইয়ে। ক্যামেরার সামনে দুজনকে কোনও গোপন আলোচনা করতে দেখা যায়। স্বামীর নির্দেশ পাওয়া মাত্রই বিয়াঙ্কা পিছনে মুখ ফিরে দাঁড়ান এবং গায়ে থাকা কোট নামিয়ে দেন। কালো পোশাকটি সরে যেতেই বোঝা যায় একেবারে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন বিয়াঙ্কা।
কনইয়ে তার স্ত্রীকে কী নির্দেশ দিয়েছিলেন তা বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে তিনি বলেছিলেন, এমন একটি দৃশ্য তৈরি করার জন্য যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। স্বামীর কাছ থেকে গায়ের কোট ফেলে দেওয়ার নির্দেশ পেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানানোর প্রায় সঙ্গে সঙ্গে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে পড়েন বিয়াঙ্কা। এ ঘটনার পর এই দম্পতিকে আর অনুষ্ঠানে দেখা যায়নি। শোনা যাচ্ছে, সেখানে কর্তব্যরত পুলিশ কানইয়ে ও বিয়াঙ্কাকে অনুষ্ঠান থেকে বের করে দেন।
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ক্যামেরার সামনে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে পড়ার প্রধান উদ্দেশ্য হল ইয়ের ‘ভুল্টুন ওয়ান’ অ্যালবামের প্রচার। অ্যালবামের কভারেও বিয়াঙ্কাকে এমন একটি পোশাকে দেখা যায়।
কেউ কেউ সেন্সরির মানসিক সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, কেউ কেউ আবার বিয়াঙ্কাকে এই অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। সূত্র: হিন্দুন্থান টাইমস।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ছবি থেকে ভিডিও তৈরি করে দেবে জেমিনি চ্যাটবট
নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) জেমিনি চ্যাটবটে ছবি থেকে সরাসরি ভিডিও তৈরির নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এর ফলে জেমিনি চ্যাটবটের মাধ্যমে সহজেই যেকোনো ছবিকে স্বল্পদৈর্ঘ্য ভিডিওতে রূপান্তর করা যাবে। ভিডিওর সঙ্গে পরিবেশ উপযোগী শব্দ, ব্যাকগ্রাউন্ড অডিও ও কথোপকথনের মতো নানা ধরনের শব্দও যুক্ত করতে পারবেন ব্যাবহারকারীরা।
গুগল জানিয়েছে, নতুন এই সুবিধা ভিডিও জেনারেশন মডেল ‘ভিউ থ্রি’–এর সহায়তায় তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে সুবিধাটি নির্দিষ্ট দেশে বসবাসকারী জেমিনি এআই আলট্রা ও প্রো সংস্করণের গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। ১১ জুলাই থেকে ওয়েব সংস্করণ চালু হলেও কয়েক দিনের মধ্যে মোবাইল সংস্করণও চালু করা হবে।
গুগলের তথ্যমতে, জেমিনিতে ছবি থেকে ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের ‘প্রম্পট বারে’ থাকা ‘টুলস’ অপশন থেকে ‘ভিডিও’ নির্বাচন করতে হবে। এরপর একটি ছবি আপলোড করে লিখিত নির্দেশনা দিতে হবে। ছবিতে কোন অংশ কেমনভাবে নড়বে বা চলবে, তা বিস্তারিতভাবে লিখে জানাতে হবে। ব্যবহারকারীরা চাইলে সংলাপ, সাউন্ড ইফেক্টস ও পরিবেশের বিভিন্ন শব্দ ব্যবহারের নির্দেশনাও দিতে পারবেন। ছবি থেকে তৈরি করা ভিডিও এমপিফোর ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।
নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের যেকোনো ছবিকে ভিডিওতে রূপান্তর করে সংরক্ষণ করতে পারবেন। শুধু তা–ই নয়, নিজের আঁকা ছবি বা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও তৈরি করা যাবে। প্রতিটি ভিডিওতেই যুক্ত থাকবে গুগলের ‘সিন্থ আইডি’ নামের একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক। এ কারণে জানা যাবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
সূত্র: দ্য ভার্জ