হোসিয়ারী সমিতি নির্বাচনে বদু’র প্যানেল বিজয়ী
Published: 4th, February 2025 GMT
শিল্পনগরী নারায়ণগঞ্জের হোসিয়ারী সেক্টরের সবচেয়ে প্রেস্ট্রিজিয়াস নির্বাচনে নয়ামাটি, উকিলপাড়াসহ হোসিয়ারী এলাকার জনপ্রিয় নেতা আলহাজ্ব বদিউজ্জামান বদু’র প্যানেল বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ ২০২৫-২৭ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নয়ামাটি, দেওভোগ, টানবাজার ও উকিলপাড়াসহ পুরো হোসিয়ারী এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ১৮ টি পদের জন্য ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রেজাল্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল থেকে ১৮জন, স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম থেকে ১৪ এবং স্বতন্ত্র থেকে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন নির্বাচিত হয়েছেন। হোসিয়ারী মালিক ঐক্যজোটের প্যানেল থেকে সাইফুল ইসলাম হিরু শেখ (নিউ শেখ হোসিয়ারী) ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন (সেহেলী হোসিয়ারী এন্ড গার্মেঃ) ৭১৯ ভোট, আলহাজ্ব মো.
এছাড়া স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছে আবদুস সোবহান তালুকদার (আদর হোসিয়ারী) ৫৭৫ ভোট, মো. বিল্লাল হোসেন (সেভেন স্টার হোসিয়ারী) ৪৯৫ ভোট পেয়ে।
এদিকে জেনারেল গ্রুপে ১২ জন নির্বাচিত হয়েছে। হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল থেকে আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট, মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান (সায়মন হোসিয়ারী) ৮০৫ ভোট, মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস)৭৮৭ ভোট, আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) ৭৫১ ভোট, মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭২৭ ভোট,আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স) ৬৯০ ভোট, মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) ৬০৫ ভোট ও বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরস্থ হোসিয়ারী) ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম থেকে ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন ও জেনারেল গ্রুপ থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাতেই নির্বাচন কমিশন নির্বাচনে ভোটের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন।
এর আগে, উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭ ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি।
নির্বাচন কমিশনের তথ্য মনে ৯৬.০৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭। সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট কার্যক্রম পরিচালনা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র ব চ ত হয় ছ ন স বতন ত র আলহ জ ব
এছাড়াও পড়ুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামান মাসুদের তাক লাগানো শোডাউন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জ শহর ও শহরতলী ছিল বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের পদচারণায় সরগরম। দিবসটি উপলক্ষে বিশাল শোডাউন করে তাক লাগিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী ক্রীড়া ও শিক্ষানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের খানপুর এলাকা থেকে মাসুদুজ্জামানের পক্ষে এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সদস্য বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, ফারুক হোসেন তপন, মনোয়ার হোসেন তপন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু প্রমুখ।
মাসুদুজ্জামান এর পক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন খানপুর হাসপাতালের সামনের সড়কে।জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন হাতে জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ র্যালিতে অংশগ্রহণ করেন।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসনে আনু বলেন, আমরা মাসুদ ভাইয়ের পক্ষে নারায়ণগঞ্জে সহনশীল সহমর্মিতার রাজনীতি চাই। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। আমরা সবাইকে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন মাসুদ ভাইয়ের সৈনিকরা তাদের জীবন দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করবে।
আব্দুস সবুর খান সেন্টু বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদের রাজনীতিক, নেতাকর্মী, ক্রীড়ানুরাগী, ব্যবসায়ী; সকলের আশাকাঙ্ক্ষার প্রতীক মাসুদজমান মাসুদ। তিনি সুশীল সমাজেরও প্রতিনিধি। তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছে। একদলীয় সরকারের পতনের পর আজকে আমাদের এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই গণতন্ত্র আমরা রক্ষা করবো। আমাদের প্রতীক ধানের শীষ আর প্রার্থী মাসুদুজ্জামান।
র্যালিটি খানপুর থেকে শুরু হয়ে নবাব সলিমউল্লাহ সড়ক এবং বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। পরে চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।