বলিউডে খানপুত্রের অভিষেক, ফের ফ্রেমবন্দি তিন খান
Published: 6th, February 2025 GMT
আমির খানের ছেলে জুনায়েদ খানের বড় পর্দার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়েই একসঙ্গে দেখা মিলল তিন খানের। শাহরুখ খান, সালমান এবং আমিরকে এক ফ্রেমে দেখে আবারও উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা।
বুধবার মুম্বাইতে অনুষ্ঠিত ‘লাভিয়াপা’র এই বিশেষ প্রদর্শনীতে শাহরুখ ও আমিরকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাসিমুখে শাহরুখকে স্বাগত জানান আমির। দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত অনুরাগীদের মন জয় করেছে। বাদশাহ শুধু আমিরের সঙ্গেই নয়, জুনায়েদ ও ইরা খানকেও শুভেচ্ছা জানান এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।
শাহরুখের পাশাপাশি এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সালমান খানও। আমিরের প্রিয় বন্ধু তিনি, তাই জুনায়েদের প্রথম ছবির বিশেষ প্রদর্শনীতে তার উপস্থিতি ছিল স্বাভাবিক। সালমানও আমির, জুনায়েদ এবং ইরার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন।
‘লাভিয়াপা’ একটি রোমান্টিক সিনেমা, যেখানে জুনায়েদের বিপরীতে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। যদিও বড় পর্দায় এটাই জুনায়েদের প্রথম সিনেমা, তবে এর আগে তিনি ২০২৪ সালে মুক্তি পাওয়া পিরিয়ড ড্রামা ‘মহারাজ’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন। অন্যদিকে, খুশি কাপুরের অভিষেক হয়েছিল জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে।
খুশির ঝুলিতে আরও এক নতুন প্রজেক্ট রয়েছে—সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের বিপরীতে ‘নাদানিয়া’। তবে ‘লাভিয়াপা’তে শুধু জুনায়েদ-খুশিই নন, তাদের সঙ্গে রয়েছেন আশুতোষ রানা এবং কিকু শারদার মতো দক্ষ অভিনেতারাও। ফলে প্রত্যাশার পারদ যে চড়ছে, তা বলাই যায়! কারণ ‘লাভিয়াপা’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এবার দেখার বিষয়, জুনায়েদ-খুশির জুটিকে দর্শক কতটা আপন করে নেন!
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র খ ন
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী