শান্ত হোন, সরকারকে কাজ করতে দিন: উপদেষ্টা মাহফুজ আলম
Published: 7th, February 2025 GMT
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে শান্ত হওয়ার, সরকারকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই আহ্বান জানান।
‘থামুন!’ শিরোনামে দেওয়া স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, ‘শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি, এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।’
আরও পড়ুন‘গড়ার তাকত আছে আমাদের?’ প্রশ্ন করে ফেসবুকে স্ট্যাটাস উপদেষ্টা মাহফুজের১৮ ঘণ্টা আগেএখন গঠনমূলক রাজনীতির সময় বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।’
মাহফুজ আলম তাঁর স্ট্যাটাসে অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এ দেশের জন্য ভালো।’
আরও পড়ুনশেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর১৬ ঘণ্টা আগেফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে একটি নতুন সমাজ ও রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন মাহফুজ আলম। তিনি তাঁর স্ট্যাটাসে বলেন, ‘হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।’
আরও পড়ুনভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ, আটক ২
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরী নিজে বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার এক কিশোরী (১৮) বাড়ির সামনের ছড়ায় গোসল ও কাপড়চোপড় ধুতে যায়। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা দুই অজ্ঞাত যুবক কিশোরীর মুখ চেপে ধরে আড়ালে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।
লক্ষ্মীছড়ি থানার ওসি মু. খালেদ হোসেন জানান, মামলার মাত্র তিন ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এজাহারে উল্লেখিত আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী নামের দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান।