চতুর্থ বিয়ের স্বপ্ন দেখেন ছেষট্টির লাকি আলী
Published: 7th, February 2025 GMT
ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা লাকি আলী। ‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ৬৬ বছরের এ গায়ক জানালেন, চতুর্থবারের মতো বিয়ে করতে চান তিনি।
টাইমস নাউ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন লাকি আলী কেবল তার আইকনিক গানই পরিবেশন করেননি বরং তার পেছনের গল্পগুলোও তুলে ধরেন। সেখানে তার পরবর্তী ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে লাকী আলী বলেন— “পুনরায় বিয়ে করা আমার স্বপ্ন।”
দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন লাকি আলী। এরপর থেকে লাকি আলীর বিয়ে নিয়ে জোর চর্চা চলছে। তবে কাকে বিয়ে করবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।
আরো পড়ুন:
নায়ক শাহরুখ, তবু অভিনয়ের প্রস্তাব ফেরান কাজল
সকালে যজ্ঞ, রাতে মদ্যপান: মুখ খুললেন বিতর্কিত মমতা
লাকি আলি প্রথম ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বাসিন্দা মেগানকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তানও রয়েছে।
১৯৯৬ সালে লাকি আলীর ‘সুনো’ অ্যালবাম প্রকাশের সময়ে অস্ট্রেলিয়ান নাগরিক মেগানের সঙ্গে পরিচয়। একই বছরে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। পরে ভেঙে যায় এই সংসার।
২০০০ সালে অনাহিতা নামে পাস্যের এক নারীকে বিয়ে করেন লাকি আলী। এ গায়ককে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। নাম বদলে রাখেন ইনায়া। এ দম্পতির সারা ও রাইয়ান নামে দুই সন্তান রয়েছে। কিন্তু এ সংসারও টিকেনি।
২০১০ সালে ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ হাল্লামকে বিয়ে করেন লাকি আলী। বিয়ের পর ২৫ বছরের কেট নিজের নাম বদলে আয়েশা আলী রাখেন। এ সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সালে আলাদা হয়ে যান তারা।
বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদ আলীর ছেলে লাকি আলী। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে লাকি আলীকে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী