দিনাজপুরের বিরলে একটি গোডাউন থেকে জাকির হোসেন (৫০) নামে এক চানাচুর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার পিপল্লা ঢেরাপাটিয়া বাজার নামক এলাকার গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করে বিরল থানা পুলিশ।

নিহত জাকির হোসেন দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ওই গোডাউন ঘরটিতে তিনি আটা, ময়দা ও চানাচুর তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেনের একমাত্র মেয়ে আলমা রাইসা প্রভা ঢাকায় থাকেন। শনিবার দুপুর থেকে তিনি বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করছিলেন, কিন্তু মোবাইল নম্বর বন্ধ থাকায় বাবার প্রতিবেশির মোবাইলে বিষয়টি জানায়। সন্ধ্যায় প্রতিবেশী জাকির হোসেনের গোডাউন ঘরে প্রবেশ করে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা জানায়, জাকির হোসেনের দুই বিয়ে। প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। মাস দুয়েক আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রথম স্ত্রীর গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তান আলমা রাইসা প্রভা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকেন।

কথা হলে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো.

জিন্নাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মরদেহ উপুড় অবস্থায় ছিল। মাথা ও গলা রক্তে ভেজা ছিল। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে

ছবি: আয়োজকদের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ