অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেন চান্দু মন্ডেটি। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। কিন্তু মুক্তির পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়েছে ‘থান্ডেল’। বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি। ফিল্মিজিলা, তামিলরকার্স, মুভিরুলেজ, টেলিগ্রামসহ কয়েকটি ওয়েবসাইটে সিনেমাটি পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়ার কারণে বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক।

মুক্তির বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘থান্ডেল’। স্যাকনিল্ক জানিয়েছে, দুই দিনে ‘থান্ডেল’ ভারতে আয় করেছে ২৭.

৬৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৮.১ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৩৫.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৯ কোটি ৬৮ লাখ টাকার বেশি)।  

আরো পড়ুন:

দাম বাড়ালেন সাই পল্লবী

‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম কন্যা সাই পল্লবী নাকি জাহ্নবী?

কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত করেন নির্মাতা। কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ