কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
Published: 10th, February 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা মিজানুর রহমান শাহিন (৪৫) নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
নিহত শাহিন কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়। সোমবার সকালে কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় যান শাহিন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
আরো পড়ুন:
টাঙ্গাইলে বাসচাপায় ২ জন নিহত
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সকালে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কে ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক শাহিন গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ব এনপ উপজ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত তাওহিদ ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার জহিরুল ইসলামের ছেলে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাইদুর জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে শীতলক্ষ্যা সেতুর উপর মোটরসাইকেল চালিয়ে ঘুরতে গিয়েছিলেন তাওহিদ। ওই সময় সেতুর উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেকে নেওয়া হলে তার মৃত্যু হয়।