মাঘের হাড় কাঁপানো শীত। কুয়াশাঘেরা আর মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকালে সুহৃদরা একে একে জড়ো হতে থাকেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের অস্থায়ী কার্যালয়ে। সেখান থেকে ছুটে চলেন পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজারপাট ডাঙ্গা মিনি স্টেডিয়ামে। উদ্দেশ্য পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের বার্ষিক শিক্ষা সফর।
বনভোজনে আনন্দ-আড্ডা আর শিক্ষামূলক কার্যক্রমকে কেন্দ্র করে শীতের সময়ই মিনি স্টেডিয়ামের খোলা মাঠ সুহৃদদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সুহৃদ সভাপতি ও শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সুহৃদ সমাবেশের প্রধান উপদেষ্টা শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক রফিকুল ইসলাম, সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম বক্তব্য দেন।
সঞ্চালনায় ছিলেন পঞ্চগড় সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ সময় ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আতিক হোসেন লাবু এবং আবু বক্করসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।
দিনভর আড্ডা, গান-বাজনা, খেলাধুলা, হইহুল্লোড়ে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়, সেদিকে যেন খেয়াল নেই কারোর। দীর্ঘদিন পর এমন এক আনন্দঘন দিন উদযাপন করতে পেরে সুহৃদ সমাবেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুহৃদরা। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, পঞ্চগড়
উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে