ফরিদপুরে 'তারুণ্যের উৎসব' উপলক্ষ্যে যুব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.

কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল এবং সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিন মধুমতি জোনের অধীনে ৮টি জেলার বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ি এবং নারায়ণগঞ্জ। মোট ১৬টি দল এতে অংশগ্রহণ করেছে।

এই প্রতিযোগিতা থেকে ৮টি বিভাগ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নির্বাচিত হবে, যারা ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় চূড়ান্ত খেলায় অংশ নিবে। খেলা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মো. মাসুদুর রহমান চুন্নু।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ

শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ