ফরিদপুরে 'তারুণ্যের উৎসব' উপলক্ষ্যে যুব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.

কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল এবং সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিন মধুমতি জোনের অধীনে ৮টি জেলার বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ি এবং নারায়ণগঞ্জ। মোট ১৬টি দল এতে অংশগ্রহণ করেছে।

এই প্রতিযোগিতা থেকে ৮টি বিভাগ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নির্বাচিত হবে, যারা ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় চূড়ান্ত খেলায় অংশ নিবে। খেলা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মো. মাসুদুর রহমান চুন্নু।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ের সংস্কারে একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিন। আর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো লিখিতভাবে নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বাইরে যাবে।

শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের প্রয়োজন কমেনি। বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশে সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ।

সম্পর্কিত নিবন্ধ