ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন নারীসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী ১৪ বাংলাদেশিকে আটক করেছেন। নিমতলা বিওপির বিজিবি সদস্যরা অপর এক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানিয়েছেন, বিজিবির হাতে আটক ১৪ জনকে আদালতে সোপর্দ করা হবে। তদন্তের স্বার্থে আটকদের পরিচয় পরে জানানো হবে।

ঢাকা/সোহাগ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাড়ির উঠানে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই কিশোরের নাম মো. তাওসিফ। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল প্রথম আলোকে বলেন, মারা যাওয়া কিশোর মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানেই তাকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৮টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ