সিনেমা, নাটক, গান, কী থাকছে ভালোবাসা দিবসে
Published: 12th, February 2025 GMT
যেসব ওয়েব ফিল্ম আসছে
‘ভালো তো সবাই বাসে, কিন্তু আগলে রাখে কজন?’ এমন ক্যাপশন দিয়ে চরকির ফেসবুক পেজে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র নতুন পোস্টার। দেখা যাচ্ছে, একটি বেঞ্চে বসে আছেন তানজিন তিশা ও পারশা মাহজাবীন; পেছনে দাঁড়িয়ে প্রীতম হাসান। এটি কি ত্রিভুজ প্রেমের গল্প? জানা যায়নি। তবে ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকের আগ্রহের অন্য কারণ আছে। প্রীতম হাসান অভিনীত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ গত বছর ভালোবাসা দিবসে মুক্তির পর আলোচিত হয়েছিল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।