অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে ‘স্পার্কক্যাট’ ম্যালওয়্যারের সন্ধান, নিরাপত্তাঝুঁকিতে ব্যবহারকারীরা
Published: 16th, February 2025 GMT
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন অ্যাপে ‘স্পার্কক্যাট’ নামের ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যেকোনো স্মার্টফোন থেকে ব্যক্তিগত বিভিন্ন তথ্যের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন পাসওয়ার্ড সংগ্রহ করতে পারে। এর ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য গুরুতর নিরাপত্তাঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
ক্যাসপারস্কির তথ্যমতে, স্পার্কক্যাট ম্যালওয়্যার সাধারণ ম্যালওয়্যারের চেয়ে বেশ জটিল ও উন্নত। এটি ব্যবহারকারীদের ফোনে থাকা ছবি স্ক্যান করেও ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। শুধু তা–ই নয়, স্মার্টফোনের নিয়ন্ত্রণ একবার ম্যালওয়্যারটির হাতে চলে গেলে ব্যবহারকারীরা নিজেদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারেন ব্যবহারকারীরা।
আরও পড়ুনস্মার্টফোনে ম্যালওয়্যার থাকার ৬ লক্ষণ১১ নভেম্বর ২০২৪ক্যাসপারস্কির গবেষণায় দেখা গেছে, স্পার্কক্যাট মূলত একটি ক্ষতিকর সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে), যা বিভিন্ন অ্যাপের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা ২৮টি অ্যাপে ম্যালওয়্যারটির সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ‘চ্যাটএআই’ সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাপ। অ্যাপটি ইতিমধ্যে এক লাখের বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন।
আরও পড়ুনএসএমএসের মাধ্যমে ফোনে ছড়াচ্ছে নতুন এক ম্যালওয়্যার১৪ ফেব্রুয়ারি ২০২৪সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। অ্যাপ ডাউনলোডের আগে অন্য ব্যবহারকারীদের মতামত বা রিভিউ পর্যালোচনা করার পাশাপাশি প্রায়োজন ছাড়া ক্যামেরা, মাইক্রোফোন বা অবস্থান শনাক্তকরণের অনুমতি চাওয়া অ্যাপ এড়িয়ে চলতে হবে। এ ছাড়া নিয়মিত হালনাগাদ সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে।
সূত্র: নিউজ ১৮
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হেডফোনে সরাসরি অনুবাদ শোনাবে গুগল ট্রান্সলেট
গুগলের জনপ্রিয় অনুবাদ সেবা ট্রান্সলেটে যুক্ত হচ্ছে নতুন একটি সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা হেডফোনেই অন্য ভাষার কথাবার্তার সরাসরি বা রিয়েলটাইম অনুবাদ আকারে শুনতে পারবেন। পরীক্ষামূলকভাবে এই সুবিধার পাশাপাশি ট্রান্সলেট অ্যাপে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নত জেমিনির সক্ষমতা। একই সঙ্গে ভাষা শেখার টুলের পরিসরও বাড়ানোর কথা জানিয়েছে গুগল।
নতুন রিয়েলটাইম হেডফোন অনুবাদ ব্যবস্থায় বক্তার কণ্ঠের স্বর, জোর ও কথা বলার ছন্দ অক্ষুণ্ন থাকবে। ফলে কথোপকথন অনুসরণ করা সহজ হবে আর কে, কখন, কী বলছেন, তা স্পষ্টভাবে বোঝা যাবে বলে জানিয়েছে গুগল। এই প্রযুক্তির মাধ্যমে কার্যত যেকোনো হেডফোনই একমুখী রিয়েলটাইম অনুবাদ যন্ত্রে হিসেবে কাজ করবে।
গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (পণ্য ব্যবস্থাপনা) রোজ ইয়াও জানান, ভিন্ন ভাষায় কথোপকথন চালানো, বিদেশে গিয়ে ভিন্ন ভাষায় কোনো বক্তৃতা বা লেকচার শোনা কিংবা অন্য ভাষার টেলিভিশন অনুষ্ঠান বা সিনেমা দেখার সময় হেডফোন কানে দিয়ে গুগল ট্রান্সলেট অ্যাপ থেকে ‘লাইভ ট্রান্সলেট’ অপশন দিয়ে পছন্দের ভাষায় রিয়েলটাইম অনুবাদ শোনা যাবে। এই সুবিধা আপাতত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েডের গুগল ট্রান্সলেট অ্যাপে চালু হচ্ছে। যেকোনো ধরনের হেডফোনে এই ফিচার ব্যবহার করা যাবে। এখন পর্যন্ত ৭০টির বেশি ভাষায় ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস সংস্করণসহ আরও দেশে এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে ট্রান্সলেট অ্যাপে যুক্ত হওয়া উন্নত জেমিনি চ্যাটবট লিখিত অনুবাদকে আরও স্বাভাবিক, প্রাসঙ্গিক ও নির্ভুল করে তুলবে জানিয়েছে গুগল। বিশেষ করে প্রবাদ প্রবচন, কথ্য ভাষা কিংবা স্থানীয় অভিব্যক্তির মতো সূক্ষ্ম অর্থবোধক বাক্যের অনুবাদে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। নতুন আপডেটটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে। ইংরেজি থেকে প্রায় ২০টি ভাষায় অনুবাদে এটি কাজ করবে। এর মধ্যে রয়েছে স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি ও জার্মান। অ্যান্ড্রয়েড, আইওএস আর ওয়েব সব মাধ্যমেই এই সুবিধা পাওয়া যাবে।
একই সঙ্গে ভাষা শেখার ক্ষেত্রেও নতুন সংযোজন আনছে গুগল। জার্মানি, ভারত, সুইডেন ও তাইওয়ানসহ প্রায় ২০টি নতুন দেশে ভাষা শেখার টুল সম্প্রসারণ করা হচ্ছে। এতে ইংরেজিভাষীরা জার্মান ভাষা অনুশীলনের সুযোগ পাবেন। অন্যদিকে বাংলা, মান্দারিন চীনা, ডাচ, জার্মান, হিন্দি, ইতালিয়ান, রোমানিয়ান ও সুইডিশভাষীরা ইংরেজি শেখার অনুশীলন করতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীর উচ্চারণ ও কথাবার্তার অনুশীলনের ভিত্তিতে আরও নির্দিষ্ট প্রতিক্রিয়া ও সহায়ক পরামর্শ দেবে ট্রান্সলেট অ্যাপ। নতুন একটি ফিচারের মাধ্যমে ধারাবাহিকভাবে কয় দিন ভাষা শেখা হয়েছে, সেটিও দেখা যাবে। এতে শেখার অগ্রগতি বোঝা এবং নিয়মিত অনুশীলনে থাকা সহজ হবে।
সূত্র: টেকক্রাঞ্চ