বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সাবেক অধিনায়কদের সঙ্গে সোমবার এক বৈঠকে করেছেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে পরামর্শ নিয়েছেন বলে জানা গেছে। 

পরে বিসিবির পাঠানো বার্তায় ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলের আগামী আসর নিয়ে এরই মধ্যে বোর্ড কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে সাবেক অধিনায়কদের ডাকা হয়েছিল। তারা সেখানে মূল্যবান পরামর্শ দিয়েছেন। 

বোর্ড সভাপতি জানিয়েছেন, বৈঠকে বিপিএলের সূচি নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। বিপিএলের নতুন একটা উইন্ডো বের করার বিষয়ে তারা কথা বলেছেন। এ নিয়ে কাজও শুরু করেছে বিসিবি। 

এবারের বিপিএল হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই সময় অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ হয়। এর মধ্যে এসএ টি-২০, বিগ ব্যাশ ও আইএল টি-২০ অন্যতম। যে কারণে বিপিএলের জন্য মানসম্মত বিদেশি পাওয়া যায় না। অনেকে বিপিএল খেলতে আসলেও চলে যান আইএল টি-২০তে। 

জানা গেছে, আগামী আসর থেকে বিসিবি বিপিএলের উইন্ডো এগিয়ে আনার বিষয়ে আলোচনা করেছে। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বিসিবি নভেম্বর-ডিসেম্বরে বিপিএলের জন্য ফাঁকা একটি সূচি চাইতে পারে। 

বিসিবি সভাপতি এই বৈঠকে ১৫ জন অধিনায়ককে ডেকেছিলেন বলে জানা গেছে। এর মধ্যে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, লিটন দাস, মুমিনুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে সাবেক অধিনায়ক রকিবুল হাসান, খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল উপস্থিত হননি। বাকিদের মধ্যে কেউ কেউ জুমে মিটিংয়ে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ র ক আহম দ ব প এল ব প এল র

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ