সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক, যা ছিল আলোচ্য
Published: 17th, February 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সাবেক অধিনায়কদের সঙ্গে সোমবার এক বৈঠকে করেছেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে পরামর্শ নিয়েছেন বলে জানা গেছে।
পরে বিসিবির পাঠানো বার্তায় ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলের আগামী আসর নিয়ে এরই মধ্যে বোর্ড কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে সাবেক অধিনায়কদের ডাকা হয়েছিল। তারা সেখানে মূল্যবান পরামর্শ দিয়েছেন।
বোর্ড সভাপতি জানিয়েছেন, বৈঠকে বিপিএলের সূচি নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। বিপিএলের নতুন একটা উইন্ডো বের করার বিষয়ে তারা কথা বলেছেন। এ নিয়ে কাজও শুরু করেছে বিসিবি।
এবারের বিপিএল হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই সময় অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ হয়। এর মধ্যে এসএ টি-২০, বিগ ব্যাশ ও আইএল টি-২০ অন্যতম। যে কারণে বিপিএলের জন্য মানসম্মত বিদেশি পাওয়া যায় না। অনেকে বিপিএল খেলতে আসলেও চলে যান আইএল টি-২০তে।
জানা গেছে, আগামী আসর থেকে বিসিবি বিপিএলের উইন্ডো এগিয়ে আনার বিষয়ে আলোচনা করেছে। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বিসিবি নভেম্বর-ডিসেম্বরে বিপিএলের জন্য ফাঁকা একটি সূচি চাইতে পারে।
বিসিবি সভাপতি এই বৈঠকে ১৫ জন অধিনায়ককে ডেকেছিলেন বলে জানা গেছে। এর মধ্যে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, লিটন দাস, মুমিনুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে সাবেক অধিনায়ক রকিবুল হাসান, খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল উপস্থিত হননি। বাকিদের মধ্যে কেউ কেউ জুমে মিটিংয়ে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ ব প এল ব প এল র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫