সমকালের হরিণাকুন্ডু প্রতিনিধির বাড়িতে ‘ককটেল’ বিস্ফোরণ
Published: 17th, February 2025 GMT
দৈনিক সমকালের ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি এম. সাইফুজ্জামান তাজুর বাড়িতে ‘ককটেল’ বিস্ফোরণের অভিযোগ উঠেছে। তবে সেটি ‘ককটেল’ নয় ‘পটকা জাতীয় কিছু’ বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের চিথলিয়াপাড়া এলাকায় সাইফুজ্জামান তাজুর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় সাইফুজ্জামান তাজু বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও সন্তান ছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় সমকালের হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি এম.
তাজুর স্ত্রী বেলিনা খাতুন বলেন, আমরা রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলাম। পরে বিকট একটি ‘ককটেল’ বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভাঙে। পুরো ঘরে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় আমি এবং আমার সন্তান আতঙ্কিত হয়ে পড়ি। আমরা আর ঘর থেকে বের হইনি। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ আসে। আমার ছেলের সঙ্গে কথা বলে তারা চলে যায়।
সকালে ঘুম থেকে ওঠে দেখি ঘরের দরজার সামনে ‘ককটেলের’ কিছু অংশ পড়ে আছে। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ রউফ খান বলেন, ঘটনাটি জানার পর রাতেই সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। সকালে আমি নিজে গিয়েছিলাম। তবে সেটি ‘ককটেল’ নয় ‘পটকা জাতীয় কিছু’। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্তে কাজ করছে পুলিশ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন