স্বপ্ন দেখছেন নদীভাঙনে সর্বস্বান্ত তিস্তাপারের হাজারো কৃষক
Published: 18th, February 2025 GMT
একসময় ২০ বিঘা আবাদি জমি ছিল দুর্জন খানের (৮৫)। ছিল গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ। সুখে-শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু বছর বছর তিস্তা নদীর ভাঙনে আজ তিনি ভূমিহীন। আজ নিজের বলতে কিছু নেই। এখন থাকেন নদীর বাঁধের ওপর খুপরিতে। তাঁর মতো তিস্তার ভাঙনে সর্বস্বান্ত হাজারো কৃষক স্বপ্ন দেখছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।
দুর্জন খানের বসতঘর নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপনী ইউনিয়নের ছোটখাতা তিস্তা ডানতীর বাঁধের পাশে। আগে তিনি একই ইউনিয়নের সুপরীর টারিতে বসবাস করতেন। আজ মঙ্গলবার সকালে তিস্তাপারে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা হয়।
দুর্জন খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়ি থেকে তিস্তা নদীর দূরত্ব প্রায় ৭ মাইল ছিল। ৫০ বছর আগে ভাঙন শুরু হয়। এরপর বছর বছর ভাঙতে ভাঙতে পাঁচবার বাড়ি নড়াইছি। ১১ বছর আগে সর্বশেষ ভিটাটাও নদীত যায়। তখন থেকে ওয়াপদার বাঁধত আছি। এখন আমার কবর দেওয়ার মতো নিজের জায়গাটাও নাই। শুনেছি নদী খনন হবে। তাহলে আমার জমি জাগি উঠবে।’ তিনি বলেন, ‘এই নদীর কারণে আজ আমার মতো হাজার হাজার পরিবার নিঃস্ব।’
ছোটখাতা তিস্তা ডানতীর বাঁধের মফদ্দি মামুদ (৮০) বলেন, ‘এই নদী হামাক ফকির বানাইছে। এই নদী হামার বাড়িঘর ১০ বার ভাঙিছে। এলা হামরা ওয়াপদার জাগাত আছি।’ আলেফা বেগম (৮০) নামের এক নারী বলেন, ৫০ থেকে ৬০ বছর ধরে তাঁরা নদীর সঙ্গে যুদ্ধ করছেন। বাড়িঘর ভাঙতে ভাঙতে সব শেষ হয়ে গেছে। এখন তাঁরা পানি উন্নয়ন বোর্ডের বাঁধে বসবাস করছেন। এখন দিনে এনে দিনে খান। তাঁদের কষ্ট কেউ বোঝে না। নদী খননের আশায় তাঁরা দিন গুনছেন।
ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান প্রথম আলোকে বলেন, তিস্তাপারের মানুষেরা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন। তিস্তায় বাড়িঘর, জমিজমা হারিয়ে পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, ঝুনাগাছ চাপানী, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভূমিহীন হয়েছেন। অনেকে তিস্তার বাঁধে বসবাস করছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে অনেক কৃষকের জমি জেগে উঠবে।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রংপুর বিভাগের পাঁচটি জেলার ১১টি স্থানে কর্মসূচি চলছে। নীলফামারীর কর্মসূচি চলছে তিস্তাপারের হেলিপ্যাড মাঠে। সেখানে কথা হয় নীলফামারী জেলা কৃষক দলের সভাপতি মগ্নি মাসুদুল আলমের সঙ্গে। তিনি বলেন, এই নদীতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ২০ হাজার কৃষক ভূমিহীন হয়েছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে অনেকে হারানো সম্পদ ফিরে পাবেন। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে। এলাকায় কর্মসংস্থানের সঙ্গে কৃষি উৎপাদন বাড়বে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বসব স
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে