দুঃসময় থেকে সুসময়ে পৌঁছে দিয়েছে ‘আশ্রম’
Published: 22nd, February 2025 GMT
তখন পেশাগত জীবনে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ববি দেওল। প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজের কল্যাণে আবার পায়ের তলায় মাটি ফিরে পান এই বলিউড তারকা। গত বুধবার মুক্তি পেয়েছে অ্যামাজন এমএক্স প্লেয়ারের জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের দ্বিতীয় পর্বের ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ববি বলেছেন, আশ্রম–এর আশ্রয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ভ্রমণ শুরু করতে পেরেছেন তিনি। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি পরিচালক প্রকাশ ঝাকেই দিয়েছেন। রীতিমতো আবেগাপ্লুত কণ্ঠে ববি বললেন, ‘আজ আমি যা কিছু করছি, তা প্রকাশ ঝার কারণেই। একটা সময়ে হাতে কোনো কাজ ছিল না। তখন একটা কাজের খোঁজে হন্যে হয়ে থাকতাম। নিজের ইমেজ বদলানোর চেষ্টায় ছিলাম। কোনো সুযোগই তখন প্রায় পাচ্ছিলাম না। এই চরম দুঃসময়ে আমার কাছে একটা ফোন আসে। আর আমাকে “আশ্রম ” বিষয়ে বলা হয়। আমাকে বলা হয় যে সিরিজটি পরিচালনা করছেন প্রকাশ ঝা। গুপ্ত ছবির ডাবিংয়ের সময় প্রকাশজির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। সে সময় আমি ওনার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম।’
আরও পড়ুন‘দেওল পরিবারের প্রতিটি পুরুষ কাঁদেন’১৫ জুন ২০২৪ববি দেওল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ