তখন পেশাগত জীবনে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ববি দেওল। প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজের কল্যাণে আবার পায়ের তলায় মাটি ফিরে পান এই বলিউড তারকা। গত বুধবার মুক্তি পেয়েছে অ্যামাজন এমএক্স প্লেয়ারের জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের দ্বিতীয় পর্বের ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ববি বলেছেন, আশ্রম–এর আশ্রয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ভ্রমণ শুরু করতে পেরেছেন তিনি। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি পরিচালক প্রকাশ ঝাকেই দিয়েছেন। রীতিমতো আবেগাপ্লুত কণ্ঠে ববি বললেন, ‘আজ আমি যা কিছু করছি, তা প্রকাশ ঝার কারণেই। একটা সময়ে হাতে কোনো কাজ ছিল না। তখন একটা কাজের খোঁজে হন্যে হয়ে থাকতাম। নিজের ইমেজ বদলানোর চেষ্টায় ছিলাম। কোনো সুযোগই তখন প্রায় পাচ্ছিলাম না। এই চরম দুঃসময়ে আমার কাছে একটা ফোন আসে। আর আমাকে “আশ্রম ” বিষয়ে বলা হয়। আমাকে বলা হয় যে সিরিজটি পরিচালনা করছেন প্রকাশ ঝা। গুপ্ত ছবির ডাবিংয়ের সময় প্রকাশজির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। সে সময় আমি ওনার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম।’

আরও পড়ুন‘দেওল পরিবারের প্রতিটি পুরুষ কাঁদেন’১৫ জুন ২০২৪ববি দেওল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে

ছবি: আয়োজকদের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ