অসলোর স্কুলশিক্ষার্থী আর তার সম্পর্কের গল্প নিয়ে ডাগ য়ান হার্গারিড বানিয়েছেন ‘ড্রিমস (সেক্স লাভ)’। ‘সেক্স’ ও ‘লাভ’-এর পর এটি তাঁর সিনেমাত্রয়ীর শেষ কিস্তি। ১৯ ফেব্রুয়ারি প্রিমিয়ারের পর থেকে সমালোচকেরা সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিশেষ করে পর্দায় যেভাবে সম্পর্ক আর মানবিকতাকে জুড়েছেন, সেটার তারিফ করেছেন সমালোচকেরা। শেষ পর্যন্ত এ ছবিই জিতল বার্লিনে সেরা সিনেমার পুরস্কার।

স্বর্ণভালুক হাতে ডাগ য়ান হার্গারিড। ছবি: রয়টার্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: ট্রফি নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফুটবল–উৎসব

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ট্যুর শেষ হলো আজ। ১২ নভেম্বর চট্টগ্রামে শুরু হয় এই ট্রফি ট্যুর। পরপর দুই দিনে চট্টগ্রামের ৯টি বিশ্ববিদ্যালয় ঘুরে ট্রফি ঢাকায় আসে ১৫ নভেম্বর। ঢাকায় টানা তিন দিনব্যাপী ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রফি ট্যুর শেষ হয় আজ।

আরও পড়ুনটাইব্রেকারের ‘কালো জাদু’র অভিযোগ নাইজেরিয়ার, বিশ্বকাপ–স্বপ্ন ভেঙে চুরমার৩৭ মিনিট আগে

এ উদ্যোগে সাড়া পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। ট্রফির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তোলা ও ভিডিও ধারণের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণে প্রতিটি ক্যাম্পাসই কিছু সময়ের জন্য পরিণত হয় ফুটবল–উৎসবের মঞ্চে।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো ট্রফি ট্যুরের একটি মুহূর্ত

সম্পর্কিত নিবন্ধ