সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশে ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের পরিস্থিতি বড় নাজুক, রাস্তাঘাট ও ঘরে এসে মানুষ কুপিয়ে যাচ্ছে, হত্যা করছে। পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর দর্শনা মোড়ে বছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড.

আব্দুল্লাহ আল মামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি, গণতন্ত্রে ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু বাসের মধ্যে যখন মেয়েরা লাঞ্ছিত হয়, নিগৃহীত হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের প্রতিবাদ হয়, সুরাহা চায়, তখন মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হন তখন আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ।

তিনি বলেন, আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি, কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নত বাংলাদেশ করার প্রত্যয়ে ১৭ বছর নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নির্মমতার শিকার হয়েছে। যত দ্রুত সম্ভব এই ভূখণ্ডকে মানুষের বসবাস করার পদক্ষেপ এই সরকার নেবে, এটা আমরা প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নযন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর খালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেক।

এম জি

উৎস: SunBD 24

কীওয়ার্ড: পর স থ ত ব এনপ র অবস থ

এছাড়াও পড়ুন:

সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক

একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।

যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষক

চৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।

যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়

ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।

তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।

দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী

সম্পর্কিত নিবন্ধ