সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরেছিল চেলসি। তবে মঙ্গলবার রাতে সেই পরাজয়ের বৃত্ত থেকে বের হয়েছে লন্ডনের ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পয়েন্ট তালিকায় সাত নম্বর থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছে এনজো মারেসকার শিষ্যরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে চেলসি। ম্যাচের ২৪ মিনিটে এনকুকুর কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেটো। ঠিক তার ৮ মিনিট পর এই পর্তুগিজ উইঙ্গারের ফ্রি-কিক থেকে লেভি কলউইল হেডে গোল করে চেলসিকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। বিরতির পর ৭৮ মিনিটে সাউদাম্পটনের জালে শেষ পেরাকটি ঠুকেন স্প্যানিশ লেফটব্যাক কুকুরেলা।

লিগে ২৭ ম্যাচ শেষে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে চেলসি। ব্লুজদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৪। অন্যদিকে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্সেনাল।

আরো পড়ুন:

ড্রয়ের পর আমোরিম ইউনাইটেডকে ‘দুর্বল’ বললেন 

৪৫ বছর পর ইউনাইটেডের হ্যাটট্রিক হার

৯ ফেব্রুয়ারি এফএ কাপের ম্যাচে ব্র্যাইটনের বিপক্ষের ২-১ ব্যবধানে হেরে চেলসির হারের যাত্রা শুরু হয়েছিল। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ ব্যবধানে উড়ে যায় ব্লুজরা। সবশেষ ২২ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় তারা। টানা হারে বেশ বিপর্যস্ত ছিল দলটি। অবশেষে সাউদাম্পটনকে হারিয়ে পুনরায় কক্ষপথে ফিরল চেলসি।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবধ ন

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ