আয়ের একমাত্র উৎস হারিয়েছেন, পোড়া টিনে মাথা গোঁজার চেষ্টায় প্রতিবন্ধী ওয়াতুই রাম
Published: 26th, February 2025 GMT
শারীরিক প্রতিবন্ধী ওয়াতুই রাম ত্রিপুরার পরিবারে রয়েছেন স্ত্রী-সন্তানসহ আট সদস্য। নিজ ভিটায় গড়ে তোলা একটি ইকো রিসোর্টের আয় দিয়ে চলছিল তাঁর সংসার। দ্বিতল রিসোর্টটির নিচতলায় পরিবারের সদস্যদের নিয়ে নিজে থাকতেন। পর্যটকদের ভাড়া দিতেন দোতলার চারটি কক্ষ। গত সোমবার আগুনে পুড়ে যায় ওয়াতুই রাম ত্রিপুরার রিসোর্টটি।
তরুছায়া নামে ওয়াতুই রাম ত্রিপুরার রিসোর্টটি অবস্থিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে। সোমবার আগুন লেগে এই পর্যটনকেন্দ্রের ৩৪টি রিসোর্ট, ৩৫টি বসতবাড়ি, ২০টি দোকান ও ৭টি রেস্তোরাঁ পুড়ে যায়।
আগুনে যাঁরা বসতঘর হারিয়েছেন, তাঁদের বেশির ভাগই আশ্রয় নিয়েছেন স্থানীয় গির্জা-মন্দিরে। কেউ কেউ রয়েছেন স্বজনদের ঘরবাড়িতে। তবে ওয়াতুই রাম পরিবারের সদস্যদের নিয়ে পড়ে আছেন নিজ ভিটায়। পুড়ে যাওয়া রিসোর্টের কিছু ঢেউটিন দিয়ে গড়ে তুলেছেন ১০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি খুপরি। সেখানেই গাদাগাদি করে থাকছেন পরিবারের আট সদস্য।
আজ বুধবার সকালে সরেজমিন দেখা যায়, খুপরির ভেতরে বসে রয়েছেন ওয়াতুই রাম। চারপাশে পোড়া ছাই ছড়িয়ে আছে। পরিবারের সদস্যরা বলেন, শৈশবে গাছ থেকে পড়ে এক হাত ভেঙে যায় ওয়াতুই রামের। তা ছাড়া কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী তিনি।
শিশুসন্তান নিয়ে খুপরির ভেতরে ওয়াতুই রাম ত্রিপুরা। আজ দুপুরে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল