জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা
Published: 26th, February 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যপী চাকরি মেলা শেষ হয়েছে। মেলায় ৩৫টি প্রতিষ্ঠান দুই শতাধিক নবীন স্নাতক শিক্ষার্থীকে বিভিন্ন পদে চাকরির আবেদন ও ইন্টার্নশিপ করার সুযোগ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব এ মেলার আয়োজন করে। গত সোমবার মেলার প্রথম দিনে ক্যারিয়ারবিষয়ক তিনটি অধিবেশন ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো.
সেমিনারে বক্তব্য দেন আইডিপি বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এস কে আলমগীর হোসেন, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট কার্যনির্বাহী মো. জামিল রওশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে মেলার মূল আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম মেলার উদ্বোধন করেন।
এরপর মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে জীবনবৃত্তান্ত জমা দেন। এ সময় কিছু কিছু প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতেও দেখা যায় চাকরিপ্রার্থীদের।
প্রাণ–আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইস্পাহানি লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ডাবর, ইউনাইটেড ফাইন্যান্স, এনপোলি, রেডমি, ক্রিয়েটিভ আইটি, ইউএস-বাংলা এয়ারলাইনস, আইপিডিসি পিএলসি, ইশিখনসহ বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম ও উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান দুই দিনব্যাপী এ মেলায় অংশ নেয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার
কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।
তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।
আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগেদিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।
এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।
নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন