সন্তানদের জন্য বাঁচতে চান সামিউল
Published: 27th, February 2025 GMT
কিডনি রোগে আক্রান্ত হয়ে অসহায় হয়ে পড়েছেন সামিউল হক বীর। গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার সামিউলের দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। দীর্ঘ দিন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সপ্তাহে ৩ তিন ডায়ালাইসিস করতে হচ্ছে। এজন্য খরচ হচ্ছে প্রায় ১০ হাজার টাকা। কিন্তু ডায়ালাইসিস চলমান রাখার পরেও শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় সম্প্রতি চিকিৎসক কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়ে এখন তার হাত শূন্য। কীভাবে চিকিৎসার ব্যয় বহন করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা।
৪৫ বছর বয়সী সামিউলের দুই ছেলে-মেয়ে। ওরা স্কুল ও কলেজে পড়াশোনা করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি হওয়ায় আয়ের পথও দীর্ঘদিন থেকেই বন্ধ।
চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ হবে। কিন্তু এত টাকা খরচ করে কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব না। বর্তমানে ধার-দেনা করে ডায়ালাইসিসের খরচ যোগাতে হচ্ছে। ফলে কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা ব্যয় তাদের পক্ষে বহন করা সম্ভব না।
এমন অবস্থায় সামিউল সমাজের উচ্চবিত্ত ও দয়ালু মানুষদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করেছেন। তিনি তার সন্তানদের সঙ্গে নিয়ে আরও কিছুদিন বাঁচতে চান, সন্তানদের মুখে হাসি ফুটাতে তার বেঁচে থাকা জরুরি। এজন্য সাধ্য অনুযায়ী সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন সামিউল।
ব্যাংক-
অ্যাকাউন্ট নাম: সামিউল হক বীর (Md.
অথবা
বিকাশ- ০১৭১৮১১০৭১৭ (পারসোনাল), ০১৫১৮৬৮৪৭৬৪ (পারসোনাল), নগদ- ০১৫১৮৬৮৪৭৬৪ (পারসোনাল), রকেট- ০১৫১৮৬৮৪৭৬৪২ (পারসোনাল), উপায়- ০১৫১৮৬৮৪৭৬৪ (পারসোনাল)
বিস্তারিত জানতে-০১৭১৭২৫৫৪৫৫
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শিপন ও শাওনের মায়ের মৃত্যু এনইউজের দোয়া
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান মজলিস এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কোরান খতম এবং বাদ মাগরিব দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসদুল আলম খন্দকার খোরশেদ, জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ট্রেজারার আনিসুর রহমান জুয়েল, সময় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত এ সৈকত, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মুজিবুল হক পলাশ, প্রনব রায়, পাপ্পু ভট্রাচার্য, হাবিবুর রহমান শ্যামল, শাহাদাৎ হোসেন স্বপন, প্রবীন সাংবাদিক ইউসুফ আলী এটম, নাহিদ আজাদ, স্বপন চৌধুরী, তানভীর হোসেন, কামাল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম প্রমুখ।
পরে দোয়া ও মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আতিকুল ইসলাম।