সন্তান জন্মদানের খবর জানালেন ইলন মাস্কের ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী
Published: 1st, March 2025 GMT
আলোচনা-সমালোচনা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের পিছু ছাড়ছে না। ট্রাম্প প্রশাসনের নানা সিদ্ধান্তে প্রভাব রেখে যেমন আলোচনার জন্ম দিচ্ছেন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের একের পর এক ঘটনাও তুমুল আলোচিত। এর মধ্যে আবার তাঁর বাবা হওয়ার সংবাদ নিয়েই আলোচনা বেশি। গত দুই সপ্তাহের ব্যবধানে ইলন মাস্কের দুবার বাবা হওয়ার খবর এল গণমাধ্যমে।
গত ১৫ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সী মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেন, পাঁচ মাস আগে তিনি মা হয়েছেন এবং তাঁর সন্তানের বাবা ইলন মাস্ক। সেই খবরের রেশ কাটতে না কাটতেই ইলনের আরেক প্রেমিকা শিভন জিলিস এক্সে এক পোস্টে জানান, তিনি চতুর্থবারের মতো ইলনের সন্তানের মা হয়েছেন।
আরও পড়ুনযেভাবে ৯ কেজি ওজন ঝরিয়েছেন ইলন মাস্ক০৩ সেপ্টেম্বর ২০২২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্কের সৌজন্য সাক্ষাতের সময় সন্তানসহ উপস্থিত ছিলেন শিভন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইলন ম স ক র
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা