সন্তান জন্মদানের খবর জানালেন ইলন মাস্কের ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী
Published: 1st, March 2025 GMT
আলোচনা-সমালোচনা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের পিছু ছাড়ছে না। ট্রাম্প প্রশাসনের নানা সিদ্ধান্তে প্রভাব রেখে যেমন আলোচনার জন্ম দিচ্ছেন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের একের পর এক ঘটনাও তুমুল আলোচিত। এর মধ্যে আবার তাঁর বাবা হওয়ার সংবাদ নিয়েই আলোচনা বেশি। গত দুই সপ্তাহের ব্যবধানে ইলন মাস্কের দুবার বাবা হওয়ার খবর এল গণমাধ্যমে।
গত ১৫ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সী মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেন, পাঁচ মাস আগে তিনি মা হয়েছেন এবং তাঁর সন্তানের বাবা ইলন মাস্ক। সেই খবরের রেশ কাটতে না কাটতেই ইলনের আরেক প্রেমিকা শিভন জিলিস এক্সে এক পোস্টে জানান, তিনি চতুর্থবারের মতো ইলনের সন্তানের মা হয়েছেন।
আরও পড়ুনযেভাবে ৯ কেজি ওজন ঝরিয়েছেন ইলন মাস্ক০৩ সেপ্টেম্বর ২০২২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইলন মাস্কের সৌজন্য সাক্ষাতের সময় সন্তানসহ উপস্থিত ছিলেন শিভন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইলন ম স ক র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।