রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকার কানাবাড়ি থেকে ফেন্সিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে র‌্যাব-১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। 

পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে ৫০বোতল ফেন্সিডিল ও ১০বোতল বাংলা মদসহ মাদক কারবারি অপু দাসকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। সে পিতলগঞ্জ মনিপাড়া গ্রামের নারায়ণ দাসের ছেলে।

 এছাড়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার কানাবাড়ি থেকে মাদক কারবারি সাব্বির আহমেদ (২২) কে ১৬পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদকের কারবার করে আসছে বলে অভিযোগ রয়েছে।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ গ র প ত র কর র পগঞ জ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে অঝোরে বৃষ্টি, রাস্তায় পানি, আশঙ্কা পাহাড়ধসের

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরের কয়েকটি এলাকায় পানি জমে গেছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। ব্যস্ততম মোড়গুলোয় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা আর রিকশাও ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এ ছাড়া সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যেতে যেসব অভিভাবক বাইরে বের হয়েছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় পর যানবাহন পেলেও অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছোটেন।

আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কে খান সি–গেট এলাকা, চট্টগ্রাম, ৩১ জুলাই, সকাল সাড়ে ১০টায় তোলা

সম্পর্কিত নিবন্ধ