এ প্লাসে শুধুই তাসকিন, রিয়াদকে রেখেই কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব
Published: 5th, March 2025 GMT
বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে তিন ফরম্যাটের অবধারিত নাম তাসকিন আহমেদ। ধারাবাহিক পারফর্ম করছেন তিনি। দলের প্রতি একাগ্রতা বা পরিশ্রম নিয়ে প্রশ্ন নেই। দলের সিনিয়র ক্রিকেটারও বটে। শুধু ওই তাসকিনকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তির নাম প্রস্তাব করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভা ছিল। ওই সভায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত খসড়া পেশ করা হয়। সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, খসড়া তালিকায় নাম আছে টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া এবং ওয়ানডে ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে যাওয়া ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদের।
এছাড়া খসড়া কেন্দ্রীয় চুক্তিতে তরুণ পেসার নাহিদ রানা, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ, টেস্ট ব্যাটার সাদমান ইসলাম জায়গা পেয়েছেন। তবে জাকির হাসান ও মাহমুদল হাসান জয় নেই তালিকায়। ঢুকেছেন জাতীয় দলে নিয়মিত হয়ে ওঠা লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।
পূর্বে কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্যাটাগরি পদ্ধতি ছিল। তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররা এক ধরনের বেতন পেতেন। শুধু সাদা বলে খেলা ক্রিকেটারদের গ্রেডিং পদ্ধতি ছিল আলাদা। আবার যারা শুধু এক ফরম্যাট খেলেন তাদের বেতন কাঠামো ছিল ভিন্ন। এবার ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি অনুযায়ী খসড়া কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তাব করা হয়েছে।
সর্বশেষ বোর্ড সভা শেষে, বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জাতীয় দলের অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের পারফর্ম করতে হবে বলে উল্লেখ করেছিলেন। মুশফিক ও রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে বোর্ডে বিতর্ক আছে। ক্রিজবাজ দাবি করেছে, ওই কারণে এখনো অনুমোদন হয়নি প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা।
বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা:
এ প্লাস: তাসকিন আহমেদ
এ: নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম।
বি: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মাহেদী।
ডি: নাসুম আহমেদ, খালেদ আহমেদ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফরম য ট আহম দ ইসল ম
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ