রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তির আগুন নেভানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ আগুন পুরোপুরি নিভে যায় বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।

আজ বেলা ১১টার দিকে আগুন লাগে ভাষানটেকের বিআরপি বস্তিতে। বেলা সোয়া ১১টার দিকে  আগুন লাগার ঘটনার জানার পরপরই মিরপুর ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যায়। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর পুরোপুরি নিভে যায় বেলা সাড়ে ১২টার দিকে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম আজ বেলা সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, পাঁচটি ইউনিটের সহায়তায় বেলা ১২টা ৩৫ মিনিটে বিআরপি বস্তির আগুন নেভানো সম্ভব হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব আরপ

এছাড়াও পড়ুন:

মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে। খবর বলিউড হাঙ্গামার

সমন জারির পরও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ