বাণিজ্য এবং পাট ও বস্ত্র উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট রপ্তানি কমছে, যা একেবারেই কাঙ্ক্ষিত নয়। তবে পাটপণ্যের রপ্তানি বর্তমানের দ্বিগুণ করার বিষয়ে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত। 
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরীপাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন উপদেষ্টা। জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে পাট মন্ত্রণালয় এ প্রদর্শনীর আয়োজন করেছে। পাঁচ দিনের এ আয়োজন আগামী মঙ্গলবার শেষ হবে। আগামী বুধবার শুরু হচ্ছে ১৫ দিনের তাঁতবস্ত্র মেলা।  
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন,  পাটের বীজ, সার, পাট পচন প্রক্রিয়া সহজীকরণ, গুণগত মান উন্নয়নে সহায়তার জন্য ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া পাটশিল্পের সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম ও নীতি সহায়তা বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। জেপিডিসির মাধ্যমে এক হাজারের বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। সরকার তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছে। 
শেখ বশিরউদ্দীন আরও বলেন, কভিড-পরবর্তী পাটজাত শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। তখন রপ্তানি এক বিলিয়ন ডলার অতিক্রম করে। কিন্তু কাঁচাপাটের বাজারে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হলো, দুই হাজার টাকার পাট সাত হাজার টাকা হয়ে গেল। ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা বাংলাদেশ থেকে সরে যেতে শুরু করেন। এতে শিল্পোদ্যোক্তারা গত দুই-তিন বছর ধরে সমস্যায় পড়েছেন। এ অবস্থা থেকে তাদের পরিত্রাণ দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো.

আব্দুর রউফ। তিনি পাট শিল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন। প্রদর্শনীতে ৪০টি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছেন। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। 

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।

মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ