পাটপণ্য রপ্তানি দ্বিগুণ করতে নীতিসহায়তা দিচ্ছে সরকার
Published: 6th, March 2025 GMT
বাণিজ্য এবং পাট ও বস্ত্র উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট রপ্তানি কমছে, যা একেবারেই কাঙ্ক্ষিত নয়। তবে পাটপণ্যের রপ্তানি বর্তমানের দ্বিগুণ করার বিষয়ে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরীপাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন উপদেষ্টা। জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে পাট মন্ত্রণালয় এ প্রদর্শনীর আয়োজন করেছে। পাঁচ দিনের এ আয়োজন আগামী মঙ্গলবার শেষ হবে। আগামী বুধবার শুরু হচ্ছে ১৫ দিনের তাঁতবস্ত্র মেলা।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, পাটের বীজ, সার, পাট পচন প্রক্রিয়া সহজীকরণ, গুণগত মান উন্নয়নে সহায়তার জন্য ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া পাটশিল্পের সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম ও নীতি সহায়তা বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। জেপিডিসির মাধ্যমে এক হাজারের বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। সরকার তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছে।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, কভিড-পরবর্তী পাটজাত শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। তখন রপ্তানি এক বিলিয়ন ডলার অতিক্রম করে। কিন্তু কাঁচাপাটের বাজারে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হলো, দুই হাজার টাকার পাট সাত হাজার টাকা হয়ে গেল। ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা বাংলাদেশ থেকে সরে যেতে শুরু করেন। এতে শিল্পোদ্যোক্তারা গত দুই-তিন বছর ধরে সমস্যায় পড়েছেন। এ অবস্থা থেকে তাদের পরিত্রাণ দরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী