Prothomalo:
2025-11-04@16:43:26 GMT

মেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল

Published: 12th, March 2025 GMT

ফুটবল খেলায় ‘ঈশ্বরের’ অভাব নেই। ব্রাজিলে যেমন পেলে, আর্জেন্টিনায় তেমনি ডিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসি। পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদো অথবা ইউসেবিও। ভক্তরা তাঁদের এমন চোখে দেখে শান্তি পান। তেমনই বার্সার ভক্তরা মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত ফ্রেসকো ‘দ্য ক্রিয়েশন অব অ্যাডাম’ দেখে একটি বিষয় মিলিয়ে নিতে পারেন। আরে! লামিনে ইয়ামাল ও লিওনেল মেসিকে নিয়ে যেমনটা ভাবা হয়, এ ছবি তো তেমনই!

আরও পড়ুনইয়ামাল-রাফিনিয়ার রেকর্ড, সবার আগে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা১১ ঘণ্টা আগে

বার্সার অনেক সমর্থকের চোখেই ইয়ামালের ‘গডফাদার’ মেসি। শুধু খেলার ধাঁচে কিংবা গোল করার ঢঙে নয়, ভাগ্যও যেন জীবনের একটি পথে দুজনকে ‘দ্য ক্রিয়েশন অব অ্যাডাম’–এর মতো মিলিয়ে দিয়েছে! কীভাবে? অ্যাঞ্জেলোর ছবিতে দেখা যায়, পৃথিবীর বাসিন্দা আদমের আঙুল ছুঁচ্ছেন সৃষ্টিকর্তা, প্রাণদান করছেন স্বর্গ থেকে। মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার যোগাযোগের ইঙ্গিতপূর্ণ সে ছবি। তেমনি রূপক অর্থে শিশু বয়সের ইয়ামালকে মেসির গোসল করানোর ছবি কি সেই ফ্রেসকোর চেয়ে খুব আলাদা?

আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী বার্সা সমর্থকেরা কিন্তু বলতেই পারেন, বাচ্চা বয়সে মেসির স্পর্শধন্য ও অগ্নিস্নানে শুচি হয়েই তো প্রাণ পেয়েছে ইয়ামালের খেলা!

ইয়ামালকে ঠেকানোর মতো ডিফেন্ডার কি আছে ইউরোপে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বাগেরহাটের রামপালে অজ্ঞাত যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে খুলনা-মোংলা মহাসড়কে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় রেখেছে। নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের জমির ইজারাদার ওরফে জমির মাস্টার (৬০), হরিপদ হালদার (৫৫) ও মিজান শেখ (৫৫)।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় যে তিনজন মারা গেছেন, তাঁরা আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে তাঁরা এ দুর্ঘটনার শিকার হন।’

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, মঙ্গলবার রাতে বেলাই ব্রিজের ওপর একটি মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগতির বাস বা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা বাগেরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের লাশ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনাটি অন্ধকারের মধ্যে হওয়ায় স্থানীয় লোকজন দ্রুতগতির ওই যানটিকে শনাক্ত করতে পারেননি। যানটি শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ