শেষ মুহূর্তে মেসির গোল, কোয়ার্টার ফাইনালে মায়ামি
Published: 14th, March 2025 GMT
শেষ মুহূর্তের নাটকীয়তায় আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ক্যাভালিয়ার এফসির বিপক্ষে মাঠে নেমেই গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে জ্যামাইকান ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি প্রথমে নির্ধারিত ছিল মাত্র তিন হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে। তবে মেসির আগমনকে ঘিরে তুমুল উন্মাদনা দেখা দেওয়ায় ম্যাচটি সরিয়ে নেওয়া হয় কিংস্টনের জাতীয় স্টেডিয়াম, ইন্ডিপেন্ডেন্টস পার্কে।
দর্শকদের অপেক্ষা বাড়িয়ে দিয়ে প্রথমার্ধে বেঞ্চে বসেই সময় কাটান মেসি। দীর্ঘদিন পর মাঠে ফেরার প্রতীক্ষা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল তার নামার মুহূর্তটি। দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে বদলি হিসেবে নামানো হয় তাকে।
আরো পড়ুন:
কোচের ঘাড় চেপে ধরে লঘু শাস্তি মেসির
অতিরিক্ত ১১ মিনিট পেয়ে মেসির মিয়ামির গোল, দেখলেন রোনালদোর সিউ!
খেলা তখন গড়িয়েছে অতিরিক্ত যোগ করা সময়ের শেষ প্রান্তে। স্কোরলাইন ১-০, ইন্টার মায়ামির পক্ষে। কিন্তু মেসি থাকলে কি আর ম্যাচ সাধারণভাবে শেষ হয়?
বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণ চেরা এক পাস বাড়িয়ে দেন সান্তিয়াগো মোরালেস। সামনে একগুচ্ছ ডিফেন্ডার, কিন্তু মেসির উপস্থিতি মানেই নতুন কিছু। ক্ষিপ্র গতিতে বল নিয়ন্ত্রণে নিয়ে চোখের পলকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে আলতো ছোঁয়ায় বল পাঠিয়ে দেন জালে। মুহূর্তেই স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাস! জ্যামাইকান দর্শকরাও বিস্ময়ে হতবাক—এ যেন এক সম্মোহনী মায়াজাল!
এই ম্যাচ দিয়েই তিন ম্যাচের বিরতির পর মাঠে ফিরলেন মেসি। চোট না বিশ্রাম, এ নিয়ে নানা গুঞ্জনের পর অবশেষে দলের মেডিকেল টিম জানিয়েছিল, শারীরিক অবসাদের কারণে তাকে কিছুদিন মাঠের বাইরে রাখা হয়েছে। কিন্তু ফেরার পর সেই চিরচেনা মেসিই ধরা দিলেন।
শেষ আটের টিকিট নিশ্চিত করতে এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে মায়ামি শিবির। লুইস সুয়ারেসের প্রথমার্ধের পেনাল্টি এবং মেসির শেষ মুহূর্তের গোল মিলিয়ে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।
এখন সামনে আরও কঠিন প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসি। তবে মেসির মতো একজন থাকলে যে কোনো ম্যাচেই রোমাঞ্চ লুকিয়ে থাকে, সেটি আবারও প্রমাণ হলো জ্যামাইকার মাটিতে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।