কোনো মব জাস্টিস আমরা সমর্থন করি না: জামায়াতের আমির শফিকুর রহমান
Published: 15th, March 2025 GMT
জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘বিচারবহির্ভূত কোনো কিছুই আমরা চাই না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিকের মতামত ও আবেগকে প্রভাবিত করে। তবুও আমরা সর্বাবস্থায় বলি, আপনারা ধৈর্য ধরুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে এগোতে দেন। সেটার মধ্যেই কল্যাণ। মব জাস্টিস শুধু এখানে কিংবা এখন নয়, যুগ যুগ ধরেই এটি চলে আসছে। কোনো মব জাস্টিস আমরা সমর্থন করি না।’
আজ শনিবার সকালে মাগুরার শ্রীপুরে নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুটির গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুর রহমান এ কথা বলেন।
শিশুটির পরিবারকে সান্ত্বনা ও সহানুভূতি জানাতে আজ সকালে একটি হেলিকপ্টারে মাগুরার শ্রীপুরে আসেন জামায়াতে ইসলামীর এই নেতা। সকাল ১০টার দিকে প্রথমে তিনি শিশুটির কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় একটি বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি বলেন, ‘আমরা বলেছি, ৯০ দিনের মধ্যে বিচার ও রায় কার্যকর দেখতে চাই। অনেকে বলেছে, এক সপ্তাহ, কিন্তু এ দেশের আইনে এক সপ্তাহে বিচার সম্ভব নয়। এ জন্য বলেছি, ৯০ দিন।’
জামায়াতের আমির বলেন, তাঁরা এই মেয়ের হত্যাকারীদের অত্যন্ত দ্রুত শাস্তি কার্যকর দেখতে চান। তাহলে এই পরিবার হয়তো মানসিক সান্ত্বনা পাবে। দেশবাসীও একটা সান্ত্বনা পাবে। পাশাপাশি বিচার কার্যকর হলে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক হবে।
জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকেরের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।
দোয়া মাহফিল শেষে শিশুটির বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির নেতারা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। দলটির পক্ষ থেকে জানানো হয়, শিশুটির পরিবারকে সান্ত্বনা ও সহানুভূতি জানানোর পাশাপাশি কীভাবে তাঁদের পাশে দাঁড়ানো যায়, সেটি বুঝতেই তাঁদের বাড়িতে আসেন দলটির আমির।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন ত বন র আম র পর ব র ইসল ম দলট র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন