বিপিএলে আবার দল নেওয়ার ইঙ্গিত শাকিব খানের
Published: 16th, March 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিল রিমার্ক হ্যারলান। যে প্রতিষ্ঠানটির ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান। প্রথমবার ফ্র্যাঞ্চাইজি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাকিব খানের দল মনোঃপুত পারফরম্যান্স পায়নি। সেরা চারে উঠতে পারেনি। প্রথম পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল।
আগামী বিপিএলেও দল নেওয়ার ইঙ্গিত পাওয়া গেল শাকিব খানের কাছ থেকে। রোববার (১৬ মার্চ, ২০২৫) রিমার্ক হ্যারল্যানের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাকিব খান। সেখানে নিজের বক্তৃতায় শাকিব খান বলেছেন, ‘‘নেক্সট বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে।’’
শাকিব খানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের দুই তারকা তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিম। তানজিদ বিপিএলের গত আসরে খেলেছেন ঢাকা ক্যাপিটালসে। তাকে বেশ মনে ধরেছে শাকিব খানের। এছাড়া তাসকিন-সাব্বিরকেও প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খান, ‘‘তাসকিন তো হিরো হয়ে গেছে। তাসকিনকে দেখে মনে হয়েছে, এক খেলায় বলটা একটু স্লো করো বাবা। পারলে তো টিভিটাই স্লো করে দেই। তানজিদও হিরো। আমার খুব পছন্দের। আমি দেখতাম যখন আমার টিমের খেলায়, যদিও হেরেছি অসুবিধা নেই। কিন্তু ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগত। আমাদের সাব্বির তো চমৎকার। এবার তো সিক্সের বন্যা বইয়ে দিয়েছে।’’
আরো পড়ুন:
বিপিএলে পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদি বিসিবিকে অভিযোগ
আগামী বিপিএল নিয়ে কাজ শুরু, ‘সুখবর’ দিলেন ফারুক
অনুষ্ঠানে তাসকিন আহমেদকে চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হলে করবেন কিনা সেই প্রশ্ন উঠে আসে। শাকিব খান বেশ মজা করেন বলেন, ‘‘আমার সাথে হিরো হলে হবে না তাসকিনের। ওকে সলো হিরো বানাতে হবে।’’
আর তাসকিনের উত্তর ছিল এরকম, ‘‘শাকিব ভাই সামনা-সামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এসো।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী