বাংলা চলচ্চিত্রের কিং খান শাকিব খান। সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে তার আপকামিং সিনেমা ‘বরবাদ’এর গান ‘দ্বিধা’। সাইকো, থ্রিলার, রোমান্টিকসহ নান ঘরানার সিনেমাতে অভিনয় করেছেন এই সুপারস্টার। তবে বায়োপিকে দেখা যায়নি তাকে। শাকিব খান কার বায়োপিকে অভিনয় করতে চান, জানেন?

একটি ভিডিও সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘‘ কবি কাজী নজরুলের বায়োপিক এখনও করা হয়নি, নায়ক রাজ রাজ্জাকের বায়োপিক এখনও হয়নি, হুমায়ূন ফরিদীর বায়োপিক এখনও হয়নি; এদের যেকারওটা করতে আমি ইন্টারেস্টেড।’’

শাকিব খানের ভালো লাগার নানা বিষয়ও সম্পর্কেও জানা গেছে ওই সাক্ষাৎকার থেকে। জানা গেছে তার প্রিয় শুটিংস্পট সম্পর্কে। কক্সবাজার, বান্দরবান এবং সিলেট শাকিবখানের প্রিয় শুটিংস্পট। দেশের বাইরে লন্ডন, থাইল্যান্ড এবং ভারতে শুটিং করতে পছন্দ করেন তিনি। 

আরো পড়ুন:

এবার একসঙ্গে মৌ, তিশা ও বুবলী

মানুষকে কাছে টানতে পারিনি সংগীত দিয়ে: কবীর সুমন

নিজের প্রিয় গান সম্পর্কে এই তারকা জানিয়েছেন, ‘‘সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথম যে গানটা চট করে মনে পড়ে সারাদিন সেই গানটা গুনগুন করি।’’ 

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। টিজার দেখে প্রশংসায় ভাসিয়েছেন দর্শক। এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার; সেখানেও দেখছেন সফলতার মুখ।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর

জাতীয় ক্রিকেট লিগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনদিনেই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। ৭ উইকেটে তারা হারিয়েছে খুলনা বিভাগকে। এদিকে সিলেটে সেঞ্চুরির অপেক্ষায় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। ডানহাতি ব্যাটসম্যান ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

তার ব্যাটে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে সিলেট। ঢাকার করা ৩১০ রানের জবাবে সিলেটের ৭ উইকেটে রান ২৬০। ৫০ রানে পিছিয়ে তারা। ১৭০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৯৩ রান করে অপরাজিত আছেন মুশফিকুর। তার সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত হোসেন। এছাড়া শাহানুর ৩০ ও তোফায়েল ২৭ রান করেন।

আরো পড়ুন:

মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ

স্বীকৃতির ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ

মিরপুরে খুলনার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংও যুৎসই হয়নি। এবার ২৫৫ রানে থেমে যায় তাদের ইনিংস। ১ উইকেটে ৬৮ রানে দিন শুরু করে তারা। এনামুলের ইনিংস থেমে যায় ৩৪ রানে। মোহাম্মদ মিথুন খুলতে পারেননি রানের খাতা। মিরাজ ৪৮ ও জিয়াউর এবং ইয়াসির মুনতাসির ৩২ রানের দুটি ইনিংস খেলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও তাদের স্কোর বড় হয়নি।

১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৫৫ রানের বেশি করতে পারেনি। তাতে ১০৯ রানের লক্ষ্য পায় রাজশাহী। ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।

হাবিবুর রহমান সোহান ৬৮ বলে ৬২ রান করেন ৪ চার ও ৩ ছক্কায়। ২৫ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। সাব্বির রহমান ১২ ও মেহরব ৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে ফেরেন। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল তারা।

কক্সবাজারে ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে ভেস্তে যায়। একটি বলও মাঠে গড়ায়নি। ২ উইকেট হারিয়ে রংপুরের রান ১৮। এখনও তারা ৫৩৭ রানে পিছিয়ে। ময়মনসিংহ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে।

পাশের মাঠে ঘণ্টাখানেকের বেশি সময় খেলা হয়েছে। আগের দিনের ২ উইকেটে ১১৫ রানের সঙ্গে ৫১ রান যোগ করেন বরিশাল বিভাগ। খেলা হয়েছে কেবল ১৫ ওভার। জাহিদুজ্জামান খান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে এখনও তারা ১৯২ রানে পিছিয়ে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর