কার বায়োপিকে অভিনয় করতে চান শাকিব খান
Published: 19th, March 2025 GMT
বাংলা চলচ্চিত্রের কিং খান শাকিব খান। সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে তার আপকামিং সিনেমা ‘বরবাদ’এর গান ‘দ্বিধা’। সাইকো, থ্রিলার, রোমান্টিকসহ নান ঘরানার সিনেমাতে অভিনয় করেছেন এই সুপারস্টার। তবে বায়োপিকে দেখা যায়নি তাকে। শাকিব খান কার বায়োপিকে অভিনয় করতে চান, জানেন?
একটি ভিডিও সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘‘ কবি কাজী নজরুলের বায়োপিক এখনও করা হয়নি, নায়ক রাজ রাজ্জাকের বায়োপিক এখনও হয়নি, হুমায়ূন ফরিদীর বায়োপিক এখনও হয়নি; এদের যেকারওটা করতে আমি ইন্টারেস্টেড।’’
শাকিব খানের ভালো লাগার নানা বিষয়ও সম্পর্কেও জানা গেছে ওই সাক্ষাৎকার থেকে। জানা গেছে তার প্রিয় শুটিংস্পট সম্পর্কে। কক্সবাজার, বান্দরবান এবং সিলেট শাকিবখানের প্রিয় শুটিংস্পট। দেশের বাইরে লন্ডন, থাইল্যান্ড এবং ভারতে শুটিং করতে পছন্দ করেন তিনি।
আরো পড়ুন:
এবার একসঙ্গে মৌ, তিশা ও বুবলী
মানুষকে কাছে টানতে পারিনি সংগীত দিয়ে: কবীর সুমন
নিজের প্রিয় গান সম্পর্কে এই তারকা জানিয়েছেন, ‘‘সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথম যে গানটা চট করে মনে পড়ে সারাদিন সেই গানটা গুনগুন করি।’’
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। টিজার দেখে প্রশংসায় ভাসিয়েছেন দর্শক। এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার; সেখানেও দেখছেন সফলতার মুখ।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওসমান হাদীর উপর গুলির প্রতিবাদে না’গঞ্জ মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর গুলি করে টার্গেট কিলিংয়ের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছ নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল এক তাৎক্ষণিক বক্তব্যে বলেন, “ওসমান হাদীর উপর গুলি করার মাধ্যমে এটা স্পষ্ট হলো যে বিগত দিনের আওয়ামী লীগ এবং তার দোসররা এখনও জাগ্রত আছে। আমরা এই ইন্টেরিম সরকারের (অন্তর্বর্তীকালীন সরকার) নিকট এর সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “বিগত আমলের নারায়ণগঞ্জের আওয়ামী ক্যাডার শামীম ওসমানরা এখনও চক্রান্ত করছে। আমরা এখন আর ঘুমিয়ে থাকব না। ওসমান হাদী আমাদের আন্দোলনের ভাই।”
হাফেজ ইসমাইল আহত ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আল্লাহ যেনো তাকে অচিরেই সুস্থ করে দেন, এই দোয়া করি।”
মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ কাউসার ইসলাম, এডভোকেট সাইফুল ইসলাম, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।
পরিশেষে, আহত নেতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল।