জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’ প্রদর্শনীর অনুমতি দিতে নির্দেশ
Published: 19th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র প্রদর্শনীর অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে কেন ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের ‘সার্টিফিকেশন সনদ ইস্যু’ করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং উপপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ‘দ্য রিমান্ড’-এর সর্টিফিকেশন সনদ ইস্যুর নির্দেশনা ও তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি জানান, তিন দিনের মধ্যে সার্টিফিকেশন সনদ ইস্যুর নির্দেশ দিয়ে হাইকোর্ট বিবাদীদের প্রতি রুল জারি করেছেন।
আশরাফুর রহমানের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জসহ অনেকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: চলচ চ ত র চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে
ছবি: আয়োজকদের সৌজন্যে