বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য, নীরবতা ভাঙলেন পাকিস্তানি অভিনেতা
Published: 20th, March 2025 GMT
“আমার চারটি বিয়ের অনুমতি রয়েছে। কিন্তু আমি তা করছি না; সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন।”— একটি টিভি চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা দানিশ তৈমুর।
এ সময় অভিনেতার পাশেই ছিলেন তার স্ত্রী আয়েজা খান। দানিশের এমন মন্তব্য শোনার পর অভিনেত্রী আয়েজা খানও সম্মতিসূচক মাথা নাড়েন। বহুবিবাহকে উৎসাহিত করার কারণে এ মুহূর্তের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে; তৈরি হয়েছে বিতর্ক।
নেটিজেনদের অনেকে দানিশকে আক্রমণ করে মন্তব্য করেছেন। লিসা নামে একজন লেখেন, “দানিশ তৈমুর আপনার মন্তব্যে মানুষ হতবাক। আপনি অহংকারী, বিষাক্ত ও পশ্চাদগামী।” আরেকজন লেখেন, “আয়েজা খানের এখন অন্য কাউকে খুঁজে নেওয়া উচিত।” এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।
এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন দানিশ। পাকিস্তানি একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে বিতর্ক নিয়ে মুখ খুলেন এই অভিনেতা। বিতর্ক নিয়ে প্রশ্ন করায় সঞ্চালককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে দানিশ বলেন, “লোকেরা কী বলেন তা নিয়ে আপনি খুবই চিন্তিত!” এরপর এ অভিনেতা বলেন, “মানুষের কারণে নয়, আমরা এখানে আছি আল্লাহর কারণে।”
১৯৮৩ সালের ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন দানিশ তৈমুর। করাচি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০৫ সালে টিভি ধারাবাহিক ‘মিস্ট্রি সিরিজ’-এর মাধ্যমে অভিনয় ক্যারিয়ারের যাত্রা করেন তিনি।
দানিশ অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘রেহি’ (২০১৩), ‘আব দেখা খোদা কিয়া করতা হ্যা’(২০১৮-২০১৯), ‘দিওয়াঙ্গি’ (২০১৯-২০২০), ‘ইশক হ্যায়’ (২০২১) প্রভৃতি।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাকেফেত কারাগার–ইয়েলো লাইন–ফেলানী অ্যাভিনিউ কী
১. বাংলাদেশে প্রাণিকল্যাণ আইন প্রণয়ন করা হয় কত সালে?
ক. ২০১২ সালে
খ. ২০০৩ সালে
গ. ২০০৮ সালে
ঘ. ২০১৯ সালে
উত্তর: ঘ. ২০১৯ সালে
২. ২০২৫ সালে মোট কতজন নারীকে ‘রোকেয়া পদক’ প্রদান করা হয়?
ক. ৩ জন
খ. ৪ জন
গ. ৫ জন
ঘ. ২ জন
উত্তর: খ. ৪ জন [নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা]
৩. ‘ফেলানী অ্যাভিনিউ’ কোথায় অবস্থিত?
ক. গুলশান
খ. আগারগাঁও
গ. মতিঝিল
ঘ. মিরপুর
উত্তর: ক. গুলশান
আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৪ ঘণ্টা আগে৪. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ঘোষিত নতুন নাম—
ক. নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
খ. নারী ও শিশু মন্ত্রণালয়
গ. মহিলা ও শিশু মন্ত্রণালয়
ঘ. নারীবিষয়ক মন্ত্রণালয়
উত্তর: খ. নারী ও শিশু মন্ত্রণালয়
৫. সম্প্রতি ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে—
ক. পুথিচিত্র
খ. মৈমনসিংহ গীতিকা
গ. রাজশাহী সিল্ক বয়নশিল্প
ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
উত্তর: ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
৬. বর্তমানে বাংলাদেশে কতটি ইউনেসকো ঘোষিত অধরা/বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তর: গ. ৬টি (বাউলসংগীত, জামদানি বয়নশিল্প, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি বয়নশিল্প, রিকশা ও রিকশা পেইন্টিং এবং টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প)
৭. সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন?
ক. ৭৫%
খ. ৮৮%
গ. ৯৬%
ঘ. ১০০%
উত্তর: গ. ৯৬%
আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫৮. ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার (FIFA Peace Prize) পান—
ক. ডোনাল্ড ট্রাম্প
খ. নেলসন ম্যান্ডেলা
গ. বান কি মুন
ঘ. পোপ ফ্রান্সিস
উত্তর: ক. ডোনাল্ড ট্রাম্প
৯. গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?
ক. Read Line
খ. Line Zero
গ. Yellow Zone
ঘ. Yellow Line
উত্তর: ঘ. Yellow Line
১০. সম্প্রতি অন্তর্বর্তী সরকার কোন দুটি দেশে বাংলাদেশের নতুন দুটি দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে?
ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা
খ. অস্ট্রিয়া, সার্বিয়া
গ. হংকং, আর্মেনিয়া
ঘ. মাল্টা, সাইপ্রাস
উত্তর: ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা
১১. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন—
ক. ফারিয়া ইয়াসমিন
খ. সোমা এস সাঈদ
গ. কামাল সিদ্দিকি
ঘ. আবুল হাসান শাহরিয়ার
উত্তর: খ. সোমা এস সাঈদ
১২. বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে?
ক. কাজী হাবিবুল আউয়াল
খ. সোহরাব হোসাইন
গ. এ এম এম নাসির উদ্দীন
ঘ. আব্দুর রহমানেল মাছউদ
উত্তর: গ. এ এম এম নাসির উদ্দীন
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি২১ ঘণ্টা আগে১৩. ‘রাকেফেত’ কারাগার কোন দেশে অবস্থিত?
ক. সিরিয়া
খ. ইসরায়েল
গ. আফগানিস্তান
ঘ. মেক্সিকো
উত্তর: খ. ইসরায়েল
১৪. সম্প্রতি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়ে বাংলাদেশ কোন দেশের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. ইতালি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: গ. ইতালি
১৫. যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ কত দিন স্থায়ী ছিল?
ক. ৩৩ দিন
খ. ৪৩ দিন
গ. ৪০ দিন
ঘ. ৩৮ দিন
উত্তর: ৪৩ দিন
আরও পড়ুনবায়রাকতার কিজিলেলমা–ডিটওয়া–বুটানটান-ডিভি কী০৪ ডিসেম্বর ২০২৫