অন্তরঙ্গ দৃশ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানা কারণে বিভিন্ন সময়ে অনেক হিন্দি সিনেমাকে প্রদর্শনের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। কোনো সিনেমা অনেক পরে বিভিন্ন বিতর্কিত দৃশ্য ছেঁটে মুক্তি পেয়েছে, কোনো সিনেমা আবার আজও আলোর মুখ দেখেনি। মুক্তির পর নানা বিতর্কে আটকে থাকা এমন সাত সিনেমা নিয়ে এই প্রতিবেদন। কেবল এই শতকের সিনেমাগুলোই বিবেচনায় নেওয়া হয়েছে।

‘পাঁচ’
ভারতের সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে অনুরাগ কশ্যপের লড়াইটা শুরু থেকেই। কারণ, তিনি ‘জন্ম থেকেই জ্বলছেন’। অনুরাগের সব সিনেমা নিয়েই অল্পবিস্তর বিতর্ক হয়েছে। তবে প্রথম সিনেমা ‘পাঁচ’ যেন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিল। ২০০৩ সালে নির্মিত হয় ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাটি। ১৯৬৬-৭৭ সালের পুনের একটি ক্রমিক খুনের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি।

‘পাঁচ’ সিনেমার পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ