দুর্বল ইন্টারনেটেও অডিও-ভিডিও কল করা যায় ইমোতে
Published: 21st, March 2025 GMT
দেশের অনেক অঞ্চলে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্ক থাকায় স্বচ্ছন্দে অনলাইনে অডিও–ভিডিও কল করা সম্ভব হয় না। ফলে প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে সমস্যায় পড়েন অনেকে। তবে মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে চাইলেই দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কে নির্বিঘ্নে অডিও–ভিডিও কল করা সম্ভব। ফলে দেশ–বিদেশের যেকোনো প্রান্ত থেকে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে ভিডিও কল করতে পারেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টির বেশি দেশে ইমো অ্যাপ ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইমো অ্যাপে বাংলা ভাষার ইন্টারফেস ও বাংলা ইমোজি যুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ঈদ ইমোজিও চালু করেছে ইমো।
সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ও হিউম্যান মডারেশনের মাধ্যমে সার্বক্ষণিক কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করে থাকে ইমো। গত বছরের প্রথম তিন প্রান্তিকে বাংলাদেশি ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে দেওয়ার পাশাপাশি অনলাইনে হয়রানির অভিযোগে ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে অ্যাপটি।
ইমোতে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর পাশাপাশি স্থিতিশীল ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি অ্যাডাপটিভ বিটরেট কন্ট্রোল সুবিধা থাকায় নেটওয়ার্কে নয়েজ ও ইকো কমিয়ে এনে স্পষ্ট অডিও কল নিশ্চিত করে থাকে অ্যাপটি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী