দুর্বল ইন্টারনেটেও অডিও-ভিডিও কল করা যায় ইমোতে
Published: 21st, March 2025 GMT
দেশের অনেক অঞ্চলে দুর্বল ইন্টারনেট নেটওয়ার্ক থাকায় স্বচ্ছন্দে অনলাইনে অডিও–ভিডিও কল করা সম্ভব হয় না। ফলে প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে সমস্যায় পড়েন অনেকে। তবে মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে চাইলেই দুর্বল ইন্টারনেট নেটওয়ার্কে নির্বিঘ্নে অডিও–ভিডিও কল করা সম্ভব। ফলে দেশ–বিদেশের যেকোনো প্রান্ত থেকে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে এইচডি (হাই-ডেফিনেশন) ফরম্যাটে ভিডিও কল করতে পারেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টির বেশি দেশে ইমো অ্যাপ ব্যবহৃত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইমো অ্যাপে বাংলা ভাষার ইন্টারফেস ও বাংলা ইমোজি যুক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ ঈদ ইমোজিও চালু করেছে ইমো।
সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ও হিউম্যান মডারেশনের মাধ্যমে সার্বক্ষণিক কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করে থাকে ইমো। গত বছরের প্রথম তিন প্রান্তিকে বাংলাদেশি ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে দেওয়ার পাশাপাশি অনলাইনে হয়রানির অভিযোগে ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে অ্যাপটি।
ইমোতে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর পাশাপাশি স্থিতিশীল ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করতে বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি অ্যাডাপটিভ বিটরেট কন্ট্রোল সুবিধা থাকায় নেটওয়ার্কে নয়েজ ও ইকো কমিয়ে এনে স্পষ্ট অডিও কল নিশ্চিত করে থাকে অ্যাপটি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
পুরুষ সম্পর্কে যে মন্তব্য করলেন ফাতিমা
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ লিঙ্গ সমতা নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। তার মতে, এই সমাজে শুধু নারীরাই নন, অনেক পুরুষও প্রতিনিয়ত পুরুষতন্ত্রের শিকার হচ্ছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরুষতান্ত্রিক মানসিকতা প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘‘ বিষাক্ত সম্পর্কে অনেক পুরুষও থাকেন। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে তারা নিজেদের কথা বলতে পারেন না। যদি বলেন তাহলে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এই রীতিও পুরুষতন্ত্রের একটা দিক। পুরুষ কাঁদতে পারেন না। এর কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’’
ফাতিমা মনে করেন সম্পর্কে সমতা প্রতিষ্ঠা করার জন্য বোঝাপড়াটা জরুরি।
আরো পড়ুন:
বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
২৫ বছরের অভিনয় ক্যারিয়ার: ৫ হাজার টাকার জন্য দরকষাকষি করেন শিখা
এই নায়িকা বলেন, ‘‘ যেকোনো সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। এর জন্য আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি আমার নারী সত্ত্বা ধরে রাখতে চাই। আমি চাই আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন।’’
ফাতিমা তার জীবন সঙ্গীকে বদলে দিতে চান না। বরং সঙ্গীর বৈশিষ্ট্যগুলোকে ভালোবাসতে চান। আর তিনি মনে করেন সঙ্গীর প্রতি সম্মান থাকলে সব কিছুই ঠিক থাকে।
উল্লেখ্য, সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ সিনেমায় অভিনয় করেছেন ফাতিমা। ‘আপ য্যায়সা কোই’ সিনেমাতে তাকে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে। ফাতিমা এই সিনেমাতে অভিনয় করেছেন মাধবন-এর বিপরীতে।
ঢাকা/লিপি