Samakal:
2025-11-03@17:27:20 GMT

পতাকার সম্মান

Published: 21st, March 2025 GMT

পতাকার সম্মান

নিশ্চিন্তপুর। ছোট্টমোট্ট এক গ্রাম। এই গ্রামের একমাত্র স্কুল নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোজ সকালে স্কুল মাঠে ওড়ানো হয় আমাদের প্রিয় বাংলাদেশের পতাকা। একদিন চতুর্থ শ্রেণিতে রুমা মিস বলেন, এই পতাকা কেবলই কাপড়ের টুকরো নয়; এ আমাদের দেশের স্বাধীনতা, সংগ্রাম আর বিজয়ের প্রতীক। চলো, আজ তোমাদের পতাকার গল্প শোনাই। সবাই আগ্রহ নিয়ে বলে, জি মিস, আমরা শুনতে চাই।  
রুমা মিস বলেন, ‘শুরুতে আমরা জানবো আমাদের পতাকা কেন এতো গুরুত্বপূর্ণ। তারও আগে বলবো রঙের কথা। শোনো, আমাদের পতাকার দুটি রং। সবুজ আর লাল। এই সবুজ রং আমাদের দেশের সুন্দর প্রকৃতি, মাঠ, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। আমরা যেখানে বাস করি, আমাদের গ্রাম, মাঠ, গাছপালা, আর নদীনালা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। এই সবুজ রং আমাদের দেশের কৃষি, জীবনধারা আর প্রকৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আমাদের দেশের প্রতিটি গ্রামের কৃষক, মৎস্যজীবী, কামার, কুমার সবার শ্রমে এই সবুজ রঙে মিশে আছে। সবুজ আমাদের দেশের প্রাণ!’
এরপর একটু থেমে লাল রং দেখিয়ে তিনি বলেন, ‘এই লাল রং আমাদের দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের গল্প বলছে। ১৯৭১ সালে, যারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তাদের ত্যাগ আর রক্তের মূল্য এই লাল রঙে বোঝা যায়। আমরা তাদের ভুলতে পারি না, যারা দেশের জন্য জীবন দিয়েছেন। তারা মিশে আছেন এই লাল রঙে। তাই লাল রং আমাদের স্বাধীনতার ইতিহাসের এক অমূল্য সম্পদ।’
ক্লাসের সবাই নীরব হয়ে মিসের কথা শুনছে। রিমি, সুমিতসহ আরও অনেকেই একে অপরের মুখ চাওয়া-চাওয়ি করে। তারা নিজেদের পতাকার জন্য গর্ব অনুভব করে। মিস চলে যাওয়ার পর ক্লাসের সবাই দেশ নিয়ে তাদের অনুভূতি শেয়ার করতে থাকে। রিমি বলে, ‘আমি আজ বুঝতে পেরেছি, আমাদের দেশের পতাকা কেন এতোটা প্রিয়। এটি শুধু কাপড় নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের পরিচয়।’ সুমিত বলে, ‘আমরা যেখানেই থাকি না কেন, এই পতাকা সবসময় আমাদের হৃদয়ে থাকবে!’
স্কুলের ছাদে পতপত উড়ে চলা পতাকাটি যেন তাদের মনে শক্তি জোগাচ্ছিলো, তারা সবাই বলে, একদিন তারা বড় হয়ে দেশের জন্য কিছু করবে, যাতে পতাকা কখনো নিচে না নামে। রিমি বলে, ‘বড় হয়ে, দেশের জন্য এমন কিছু করতে চাই, যাতে প্রিয় লাল-সবুজের পতাকার সম্মান আরও বেড়ে যায়!’ n

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র দ শ র র স ব ধ নত আম দ র প র জন য সব জ র

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। আজ সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তাঁরা।

সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারী নেতা-কর্মীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার।

এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এর বেশি কথা বলেননি তিনি।

জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এ নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।’

কুষ্টিয়ার অন্য তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

সম্পর্কিত নিবন্ধ