সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে দুই তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩
Published: 22nd, March 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি সেতুর নিচ থেকে দুই তরুণের লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব–১২–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার বিভিন্ন এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), আবু হানিফ (২৪) ও ফেরদৌস শেখ (১৮)।
আরও পড়ুনসিরাজগঞ্জে সেতুর নিচে পড়ে ছিল দুই কিশোর–তরুণের লাশ২০ মার্চ ২০২৫মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৬ মার্চ রোববার রাত ১০টার পর বৈকুণ্ঠপুর এলাকা থেকে নিখোঁজ হন বদিউজ্জামান সেখের ছেলে রিয়াজ উদ্দিন সেখ (২১) ও তোতা সেখের ছেলে হৃদয় সেখ (১৮)। তাঁরা সম্পর্কে দূরসম্পর্কীয় চাচা–ভাতিজা। পরে ২০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বেংনাই মৌজার ভেড়ারদহ বেইলি ব্রিজের নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানা–পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই দিনই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি