আওরঙ্গজেবকে নিয়ে বিতর্ক উসকে দিয়েই কি এত ব্যবসা
Published: 22nd, March 2025 GMT
চলতি বছর হিন্দি সিনেমার বাজার মন্দা, সেভাবে ব্যবসা করতে পারছিল না কোনোটিই। অন্যদিকে নির্মাতা হিসেবে লক্ষ্মণ উতেকর এক ‘মিমি’ ছাড়া মনে রাখার মতো কিছু করেননি। সে সিনেমাও এসেছিল ওটিটিতে, বক্স অফিসের হিসাব সেখানে ছিল না। হিন্দি সিনেমা আর লক্ষ্মণ উতেকরে ‘উদ্ধার’ করেছে ‘ছাবা’। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর থেকে সেই যে বক্স অফিসে ঝড় তুলেছে, ৩৫ দিনেও সেটা কমার লক্ষণ নেই। তবে মুক্তির পর বক্স অফিসে ব্যবসার সঙ্গে প্রবল বিতর্কও উসকে দিয়েছে ‘ছাবা’। এই সিনেমায় মোগল সম্রাট আওরঙ্গজেবকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে মহারাষ্ট্রে রীতিমতো হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেধে গেছে। আওরঙ্গজেবকে নিয়ে বিতর্ক উসকে দিয়েই কি এত ব্যবসা করল সিনেমাটি?
বক্স অফিসে ঝড়
ভারতীয় গণমাধ্যম কইমইডটকম নিয়মিত মুক্তি পাওয়া হিন্দি সিনেমার বক্স অফিসের আয় প্রকাশ করে। গণমাধ্যমটির দেওয়া তথ্যমতে, মুক্তির ৩৫ দিনে কেবল ভারতের বক্স অফিসেই ৫৭১ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে ‘ছাবা’।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫