ছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Published: 26th, March 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়ার একটি মাদ্রাসায় ৯ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আফনানকে (২৬) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
শিক্ষার্থীর পরিবার ও পুলিশ জানায়, গত রোববার রাতে মাদ্রাসার নির্দিষ্ট কক্ষে ঘুমাতে গিয়েছিল শিশুটি। এ সময় শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়। পরদিন শিশুটি বাড়িতে চলে আসে। পরে মাদ্রাসায় ফিরতে না চাওয়ার কারণ জানতে চাইলে শিশুটি পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর শিশুটির পরিবার স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন। গতকাল রাত নয়টার দিকে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পিটুনি দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গতকাল রাতে এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ আফনানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ওই শিক্ষক এর আগেও একই ধরনের ঘটনা ঘটিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই শিক্ষক পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শিক্ষককে আদালতে সোপর্দ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ