নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম ঘোষণার পর প্রত্যাহারের ঘটনায় জেলার নয়টি স্থানে আলাদা বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার পর বিএনপির বিক্ষুব্ধ অংশের নেতা-কর্মীরা সদর উপজেলার দিঘাপতিয়া, দত্তপাড়া, কাফুরিয়া এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়াসহ নয়টি স্থানে এই বিক্ষোভ করেন।

২৪ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৬ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি অনুমোদনের ৩০ ঘণ্টা পর রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে এ হাই তালুকদার, রাসেল আহম্মেদ, ফয়সাল আহম্মেদ, শামসুল ইসলাম ও সানোয়ার হোসেনের নাম প্রত্যাহার করার কথা জানানো হয়। প্রত্যাহার করা নামের জায়গায় আইনুন নাহার, আবদুল কাদের মিয়া, শাজাহান আলী (আলাইপুর), আশরাফ আলী ও নাসীম খান এবং একজন অতিরিক্ত সদস্য শহিদুল ইসলামকে (ভিপি লিটন) অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সদ্য ঘোষিত জেলা বিএনপির এই সংশোধিত আহ্বায়ক কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর বাদ পড়া নেতাদের অনুসারীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলছেন, ১৭ বছরের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজনক এবং মানহানিকর। প্রত্যাহার করা নেতাদের আবার পদ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে জেলা বিএনপির আহ্বায়কসহ কমিটির নেতারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ