বন্দরে মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, ফসলী জমি কেটে ইট ভাটায় বিক্রি এবং অবৈধ ভাবে নদীতে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।এছাড়া অবৈধ ইট ভাটা ও সরকারি জায়গায় স্থাপনার উপর অভিযান অব্যাহত থাকবে।

গত বুধবার (২৬ মার্চ) ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব আয়োজিত প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনদের সন্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার ইনচার্জ  মোঃ তরিকুল ইসলাম-পিপিএম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক ছালেহ আহাম্মদ পাঠান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা কাজী মোবারক হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, সোনাকান্দা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী ও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আহবায়ক কমিটির অভিভাবক সদস্য এরিক, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কুদ্দুস।ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোঃ আলিম, আতাউর রহমান, মোঃ কবির হোসেন, সহ সভাপতি মোঃ মেহেবুব হোসেন, সহ সাধারন সম্পাদক জি.

এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রিড়া সম্পাদক দ্বীন ইসলাম দীপু, প্রচার সম্পাদক শাহ জামাল, নির্বাহী সদস্য নূরজ্জামান মোল্লা, মাহফুজুল আলম জাহিদ, স্থায়ী সদস্য লতিফ রানা, ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না প্রমুখ।#

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইউএনও র রহম ন

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ