দেশে নদনদীর সংখ্যা নিয়ে বিতর্ক চলছে বছরের পর বছর। নদী গবেষণা ইনস্টিটিউটের গণনার সঙ্গে মেলে না নদী কমিশনের হিসাব, আবার এ দুই সংস্থার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংখ্যার অঙ্কেও ছিল গরমিল। অবশেষে নদনদীর তালিকা তৈরিতে সব সংস্থা একজোট হয়। তাদের সবার সমন্বয়ে তালিকা প্রণয়নের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

সরেজমিন পরিদর্শন, ভূমি জরিপ ও নদী গবেষকসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সরকার বলছে, দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৯৪টি নদনদী খুঁজে পাওয়া গেছে। এই নদনদীর একটি তালিকা গতকাল বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয়, পাউবো, জাতীয় নদী রক্ষা কমিশন ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অবশ্য সংস্থাগুলো বলছে, এটি খসড়া তালিকা। এটি নিয়ে কারও কোনো মতামত বা আপত্তি থাকলে আগামী ৭ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।
এবারের তালিকায় নতুনত্বের মধ্যে রয়েছে– সব সংস্থা একমত, মৃত নদীর নামও এসেছে, বাদ পড়েনি ছোট নদী, নদীর স্থানীয় নামও রাখা হয়েছে, জনগণের মতামত নেওয়া হচ্ছে। ফলে নদীকে মৃত বা বদ্ধ জলাশয় বলে ইজারা দেওয়ার সুযোগ আর থাকছে না।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে পরিবেশবিদ ও গবেষকদের আপত্তির মুখে জাতীয় নদী রক্ষা কমিশন নদনদীর খসড়া তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় নদনদীর সংখ্যা ছিল ১ হাজার ৮টি। তবে সেটি ভুলে ভরা। অনেক নদীর উৎসমুখ, উৎপত্তিস্থল, গতিপথ, দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা উল্লেখ ছিল না। একই নদীর নাম এসেছে বারবার। তবুও পরিবেশবিদ ও গবেষকদের আপত্তির মুখে সেই তালিকা চূড়ান্ত করে কমিশন।

অবশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নদনদীর প্রকৃত সংখ্যা নির্ধারণের উদ্যোগ নেন। গত সেপ্টেম্বর থেকে উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নদীর খসড়া তালিকা তৈরিতে কাজ করে পাউবো, নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, নদী রক্ষা কমিশন, পানি বিশেষজ্ঞ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়। যৌথভাবে তালিকা তৈরি করে জনমত ও আপত্তির সুযোগ দেওয়ার জন্য গতকাল তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ যাবৎকালে যত তালিকা হয়েছে, সবগুলোকে ধরে প্রতিটি বিভাগীয় পর্যায়ে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি নদী কর্মীদের সম্পৃক্ত করে তালিকাটি করা হয়েছে। মৃত নদী বলে আসলে কিছু নেই। নদী তার গতিপথ পরিবর্তন করলেও পুরোনো গতিপথটি নদী হিসেবেই রেকর্ড থাকে। 
তিনি বলেন, এই তালিকা ধরে দেশব্যাপী একটি মহাপরিকল্পনা হবে। কোনো কোনো ক্ষেত্রে নদীকে খাল বলা হচ্ছে, কখনও মৃত নদী বলা হচ্ছে– সেটা যেন আর না হয়। এই তালিকা ধরেই সরকার নদী রক্ষায় সব কিছু করবে। ফলে ছোট নদীও আর গুরুত্ব হারাবে না। এ তালিকার ফলে নদীর সংখ্যা ও নাম নিয়ে বিতর্কের অবসান ঘটবে বলে জানান উপদেষ্টা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ উপদ ষ ট নদনদ র নদ র স আপত ত সরক র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ