রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চকরাজাপুর খেয়াঘাটের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর বয়স ৪২ বছরের মতো ধারণা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের।
গত বৃহস্পতিবার বাঘা থানার সহযোগিতায় চারঘাট ফাঁড়ির নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত নারীর উচ্চতা প্রায় ৪ ফুট। গতকাল বিকেল পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নৌপুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মুনসুর রহমান বলেন, বাঘা থানার মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ পাঠানা হয়েছে মর্গে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, চারঘাট নৌপুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন